ঠাকুরগাঁও প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০ নং জাবরহাট ইউনিয়নে বলদিয়ারা দেশীয়াপাড়ার মুসলিম তরুণী মোছাঃ আশা আক্তার (১৭) কে অপহরণের অভিযোগ উঠেছে।
মেয়ের বাবা, আমিনুল ইসলাম, দাবি করেছেন যে বোলদিয়ারা গ্রামের দেশীয়াপাড়ার হিন্দু সম্প্রদায়ের বিটকেল এর ছেলে শ্রী অনুপম রায় (১৭) তার কন্যাকে অপহরণ করে নিয়ে গেছে।
পরিবারের অভিযোগ, মেয়েটিকে জোরপূর্বক অপহরণ করা হয়েছে এবং তারা স্থানীয় প্রশাসনের কাছে নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দাবি জানান।
অপহরণকারী ছেলে ও মেয়েকে দিনাজপুর জেলার ধুকুরঝাড়ি থেকে আটক করা হয়েছে, এবং পরবর্তীতে তাদেরকে প্রথমে বৈরচুনা বাজারে ও পরে রণশিয়া পাঠানপাড়ায় আনা হয়। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে ছেলে ও মেয়ে দু’জনে নাবালক এবং আলাদা আলাদা ধর্মালম্বী হওয়ার কারণে সর্বসম্মতিক্রমে অপহরণ করার দায়ে ছেলেকে ২,৪০,০০০/- ( দুই লাখ চল্লিশ হাজার টাকা মাত্র) জরিমানা আদায় করে তাদের নিরাপদে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।