1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাজিবপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মিজানুর রহমান লিমন শংকরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। বেনাপোল চেকপোষ্ট দিয়ে ৮ মাস পর দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহ ঢাকায় গ্রেফতার ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক ঘুষ নেওয়ার ভিডিও ভাইল হওয়ার পরও পবা উপজেলার রামচন্দ্রপুর ভূমি কর্মকর্তা কামাল বহাল তবিয়্যতে ধর্মপাশায় ভূ*মি অফিসের গোপন নথিপত্র দিয়ে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আফজাল কম্পিউটার রাকিব আলী মেকানিক এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে এক বছর পর বাঁধের পানি ছেড়ে দেওয়ায় জেলেসহ শত শত উৎসুক জনতা । বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন।

বিশ্বম্ভরপুরে র‌্যাবের বিশেষ অভিযানে বিদেশী মদসহ যুবক আটক

উৎসবের আলো
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

 

অভিজিৎ হাজং প্রতিনিধি আওয়াজ সিলেট :

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ। আটককৃত যুবকের নাম মোঃ হারুন অর রশিদ (২১)।

র‌্যাব সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ রাত ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা গ্রামের মৃত ইছাম উদ্দিনের বাড়ির উত্তর পাশে গুচ্ছগ্রাম-জিগাতলা সড়কে সন্দেহজনকভাবে অবস্থান করার সময় হারুন অর রশিদকে আটক করা হয়েছে।

হারুন অর রশিদের কাছে থাকা একটি খাকি রঙের কার্টুন ও একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে মোট ১০৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ বিদেশী মদ উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত মদগুলোর মধ্যে ছিল.
১১টি কাচের বোতল (৩৭৫ মি.লি.) ৪৬টি প্লাস্টিক বোতল (৩৭৫ মি.লি.) ৪৭টি প্লাস্টিক বোতল (১৮০ মি.লি.)
সব মিলিয়ে উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় ২৯.৮৩৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ৮৯ হাজার ৫০৫ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন অর রশিদ স্বীকার করে যে, সে সীমান্ত এলাকা থেকে এই মদ সংগ্রহ করেছে। স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে মদগুলো সংরক্ষণ করেছিল বলেও র‌্যাবকে জানায়।

র‌্যাব জানায়, আটক যুবকের বিরুদ্ধে The Special Powers Act 1974, Section 25-B(2) ধারায় মামলা রুজু করে তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯, সুনামগঞ্জের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় অবৈধভাবে মদ ও মাদক চোরাচালানের বিরুদ্ধে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব