1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বালিয়াডাঙ্গীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাণীশংকৈলের দুইজন নিহত, আহত আরও দুইজন জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বেনাপোলে চেকপোষ্ট ইমিগ্রেশনে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় মহিলা নাগরিক আটক। যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে পালিত শহিদ বুদ্ধিজীবী দিবস সাতশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মধা ট্রাস্ট মেধাবৃত্তি ২০২৫ পরীক্ষা সফলভাবে সম্পন্ন ভাড়া নিয়ে বের হয়ে আর ফেরা হয়নি, কেশবখালী নদীর পাড়ে মিলল সিএনজি চালকের লাশ জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট ফেইস টু অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার রাজশাহীতে পুরোহিতকে মারধর জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কমিটি ও কৃষক নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

ওসমানীনগরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

ওসমানীনগরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ওসমানীনগর প্রতিনিধি ::

সিলেটের ওসমানীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে মোবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শামসুল উলামা সমাজ কল্যাণ পরিষদ উছমানপুর ইউনিয়নের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সকাল থেকে ময়না বাজার, কবুলপুর আব্দুল্লাহপুর জনতা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে। সেখান থেকে বিশাল র‍্যালিটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচপাড়া মোহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।
শামসুল উলামা সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক হাফেজ আজিজুল হকের সভাপতিত্বে ও হাফেজ আবুল হাসান তালুকদারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার বাজার হাফিজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ শহীদ আহমদ বোগদাদি। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল বাছিত, উপদেষ্টা লে. হারুনুর রশীদ, আরবি প্রভাষক মাওলানা হাম্মাদ আলমগীর সাকি, পাঁচপাড়া মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকি, সহকারী শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান সিকদার, তালামীযে ইসলামিয়া সিলেট জেলা পশ্চিমের সহ-প্রচার সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান।
এছাড়াও পরিষদের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন আসকার আলী রাজু, রুবেল আহমেদ, হাফেজ সাকের হোসেন, শিপন আহমদ, মাছুম আহমদ প্রমুখ। অনুষ্ঠানে আরও অংশ নেন আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (সাঃ) মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শিক্ষা ও অনুপ্রেরণার দিন। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, কল্যাণমুখী ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। এসময় তাঁরা মুসলমানদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সত্য-ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানান।
পরিশেষে মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের উন্নয়ন এবং সমাজে দ্বীনি পরিবেশ প্রতিষ্ঠার দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব