1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজিবপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মিজানুর রহমান লিমন শংকরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। বেনাপোল চেকপোষ্ট দিয়ে ৮ মাস পর দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহ ঢাকায় গ্রেফতার ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক ঘুষ নেওয়ার ভিডিও ভাইল হওয়ার পরও পবা উপজেলার রামচন্দ্রপুর ভূমি কর্মকর্তা কামাল বহাল তবিয়্যতে ধর্মপাশায় ভূ*মি অফিসের গোপন নথিপত্র দিয়ে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আফজাল কম্পিউটার রাকিব আলী মেকানিক এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে এক বছর পর বাঁধের পানি ছেড়ে দেওয়ায় জেলেসহ শত শত উৎসুক জনতা । বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন।

বাঁশের সাঁকোই একমাত্র ভরসা: রায়পুরের গ্রামবাসীর দৈনন্দিন যন্ত্রণার গল্প

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

তাকিনুল ইসলাম, প্রতিনিধি লক্ষীপুর জেলা:-

লক্ষীপুরের রায়পুর উপজেলার গাজিনগর গ্রামে প্রতিদিনের জীবনের ঝুঁকিপূর্ণ সাঁকোই একমাত্র ভরসা। ১৩টি গ্রামের প্রায় ২৫ হাজার ভোটারসহ অর্ধলক্ষাধিক মানুষ নদী পারাপারের জন্য ব্যবহার করছেন এক ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু। দীর্ঘদিনেও সেতু নির্মাণ না হওয়ায় স্কুল ও কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ স্থানীয়রা ভোগান্তির মধ্যে রয়েছেন।

নদীর দু’পাশের সড়ক পাকা হলেও ওই স্থানে একটি স্থায়ী সেতু এখনও নির্মিত হয়নি। বিভিন্ন সময়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ৭০ ফুট দীর্ঘ এই সাঁকো যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশংকায় রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের শায়েস্তানগর ইসলামি মিশন দাখিল মাদ্রাসা, শায়েস্তানগর বানাতুল মুসলেমিন মহিলা মাদ্রাসা, গাজীনগর চরপাতা দারুসন্নত দাখিল মাদ্রাসা, চরপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাহবুবা স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিদিন এই সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।

এছাড়াও ১০নং রায়পুর ইউনিয়নের পূর্বলাছ, দেবিপুর, চরপলোয়ান, গাজীনগর, চরপাতা, ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম ও দক্ষিণ আলোনিয়া, বিরামপুর, সন্তোশপুর, সাহেবগঞ্জসহ ১৩টি গ্রামের মানুষ এবং দূরদূরান্ত থেকে আসা ছোট বড় যানবাহনও এই সাঁকো দিয়ে চলাচল করছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

গ্রামবাসীর মন্তব্য:
“সারাদেশে এত ব্রিজ ও কালভার্ট হচ্ছে, অথচ আমাদের গ্রাম কেন এত অবহেলিত? নির্বাচনের আগে অনেক কথা বলা হয়, কিন্তু কেউ বাস্তবায়ন করেনি।”

গ্রামবাসীরা জরুরি পদক্ষেপ হিসেবে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে প্রতিদিনের ঝুঁকিপূর্ণ পারাপার আর কোনো জীবন ঝুঁকির মধ্যে না পড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব