ওসমানীনগর প্রেসক্লাব নিয়ম বহির্ভূত কার্যক্রমে সম্পৃক্ত থাকায় ৬ সদস্যের পদত্যাগ
জিতু আহমদ আওয়াজ সিলেট, ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগর উপজেলায় নবগঠিত ওসমানীনগর প্রেসক্লাব থেকে সভাপতি শরীফ আহমদ চৌধুরীসহ মোট ছয়জন সদস্য পদত্যাগ করেছেন। রোববার (১২ সেপ্টেম্বর ২০২৫) একযোগে তারা পদত্যাগপত্র জমা দেন।
সভাপতি শরীফ আহমদ চৌধুরী তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, ক্লাবের কিছু সংখ্যক সদস্য নিয়ম বহির্ভূত কার্যক্রমে সম্পৃক্ত থাকায় এবং বিভিন্ন বিষয়ে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ায় তিনি সভাপতি ও সাধারণ সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
শরীফ আহমদ চৌধুরীর পদত্যাগের পরপরই আরও পাঁচজন সদস্যও পদত্যাগ করেন। তারা ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে প্রেসক্লাব ছাড়ার ঘোষণা দেন। পদত্যাগকারী অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মলয় চক্রবর্তী, কোষাধ্যক্ষ ইব্রাহিম খান ইমন, প্রচার সম্পাদক সঞ্জব আলী, কার্যনির্বাহী সদস্য ফয়সাল আহমদ ও সাহাব উদ্দিন শাহিন।
পদত্যাগ করা ৬ সদস্য এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, বর্তমানে তাদের সঙ্গে ওসমানীনগর প্রেসক্লাবের কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতে এই সংগঠনের কোনো কার্যক্রম কিংবা দায়-দায়িত্বও তারা বহন করবেন না।