এ রহমান আওয়াজ সিলেট প্রতিনিধি ফেঞ্চুগঞ্জ।
ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা শপথ গ্রহণ করেন। এ সময় বক্তারা বাজারের উন্নয়নমুখী কার্যক্রম ও ব্যবসায়ীদের কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বাজারের যেকোনো সমস্যা বা উন্নয়নমূলক কাজে বণিক সমিতি সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে। ব্যবসায়ীদের ঐক্য ও সহযোগিতার মাধ্যমেই একটি উন্নত ও সমৃদ্ধ বাজার গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দসহ বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।