মোঃ নাজমুল ইসলাম, প্রতিনিধি, আওয়াজ সিলেট
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক পুরুষ ও এক নারীকে আটক করা হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক আড়াইটায় শাহপরাণ (রহঃ) থানাধীন শিবগঞ্জ এলাকার আবাসিক হোটেল গ্র্যান্ড সাউদার তৃতীয় তলার ৩০২ নম্বর কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন—মাজিদুর রহমান (৪০) এবং জেসমিন আক্তার (২০)। তারা অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় হাতেনাতে আটক হন বলে জানিয়েছে পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, অনেকেই এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।