1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
কিংবদন্তি অভিনেতা সালমান শাহ এর মৃত্যুবার্ষিকী আজ আওয়াজ সিলেট জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিলেটে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার ঠাকুরগাঁও ওসি-এসআইয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ। বিএনপি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পোড়াল তৌহিদি জনতা মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুরে সৈয়দ তালহা আলম এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে গুণীজন সংবর্ধনায়: বাংলাদেশ ডুবে যাচ্ছে নৈতিক শিক্ষার অভাবে নামাজের সময়সূচি: ০৫ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামে গুণীজন সংবর্ধনায়: বাংলাদেশ ডুবে যাচ্ছে নৈতিক শিক্ষার অভাবে

উৎসবের আলো
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

জাতিসত্তার কবি, প্রাবন্ধিক  আবদুল হাই শিকদার বলেছেন, বাংলাদেশ ইন্ডিয়ার কাছে সবচেয়ে বেশি যে জায়গায় পরাজিত হয়েছে, সেটি হলো কালচার। ৫ আগস্টের পর রাজনীতির মাঠ আমরা আবর্জনামুক্ত করতে পেরেছি। কিন্তু এখনো বাংলাদেশের কালচার ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত।

বাংলাদেশে নটী বিনোদিনী, রানী রাশমনী, বিবেকানন্দ, বিদ্যাসাগর, গান্ধী মঞ্চায়িত হয় মহিলা সমিতি থেকে। আমার এগুলোতে আপত্তি নেই। তারা সবাই বিখ্যাত বিখ্যাত মানুষ। কিন্তু আমাদের শরীয়তুল্লাহ, তিতুমীর, শমসের গাজী, রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারদের নিয়ে কেন নাটক হয় না? কেন হয় না বীরশ্রেষ্ঠদের নিয়ে? মওলানা ভাসানীকে নিয়ে তো ৫০টি ছবি হওয়ার কথা ছিল। শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক নিয়ে কি কোনো নাটক হয়েছে? বাংলাদেশ ডুবে যাচ্ছে নৈতিক শিক্ষার অভাবে।

বৃহস্পতিবার রাতে নগরীর ধনিয়ালা পাড়া এলাকায় অবস্থিত বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের পক্ষ থেকে কবি আবদুল হাই শিকদারসহ চারজনকে স্বর্ণপদক দেওয়া হয়।

সংবর্ধিত বাকি তিনজন হলেন-আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. ইব্রাহীম খলিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাহবারে বায়তুশ শরফ ও আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী।

কবি আবদুল হাই শিকদার বলেন, দেশের পীর সাহেবরা পরিবারতন্ত্র কায়েম করেছেন। সেখানে আর যাই হোক জ্ঞানের চর্চা হয় না। সেখানে অন্ধ তৈরি করা হয়। কিন্তু বায়তুশ শরফ এমন একটি দরবার, যেখানে অন্ধ তৈরি করা হয় না। এখানে চক্ষুষ্মান মানুষ তৈরি করা হয়। এই মানুষ তৈরি করার কারখানার যিনি কাণ্ডারি তার প্রতি অটুট শ্রদ্ধা আমার। গত ১৫ বছরে খ্যাতি-প্রতিপত্তির লোভে ৯০ ভাগ বুদ্ধিজীবী শয়তানের কাছে আত্মা বিক্রি করে দিয়েছে। সে আত্মা বিক্রি করা সম্প্রদায়ের ভেতরে দু-একটা মানুষ আমাদের আশার আলো দেখিয়েছেন। তিনি জ্ঞানের, সত্যের, ন্যায়ের রাহবার শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী।

আয়োজকরা জানান, যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারকে জাতীয় পর্যায়ে ধর্মীয় মূল্যবোধ, সাহিত্য ও সাংস্কৃতিক প্রচার-প্রসার; সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান; জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গণতন্ত্র, সুশাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ড. মুহাম্মদ মুহিবউল্ল্যাহ ছিদ্দিকী; জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য চর্চায় বিশেষ অবদানের জন্য ড. মো. ইব্রাহীম খলিলকে গুণীজন সংবর্ধনা ও বায়তুশ শরফ স্বর্ণপদক প্রদানের জন্য মনোনীত করা হয়। এ বছর গুণীজন সংবর্ধনার ৩১তম আসর অনুষ্ঠিত হয়েছে। স্বর্ণপদক প্রদানের আগে সংবর্ধিত গুণীজনদের নিয়ে সম্মাননাপত্র পাঠ করা হয়।

কবি আবদুল হাই শিকদারের সম্মাননাপত্র পাঠ করেন মাসিক দিন দুনিয়ার সম্পাদক মোহাম্মদ জাফর উল্লাহ। গত বছর এই পদকে ভূষিত হয়েছিলেন মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী, প্রখ্যাত ইসলামী সাহিত্যিক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, লেখক ও গবেষক মো. মুখলেসুর রহমান ও কবি মুহিব খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব