কলকলিয়া ইউনিয়নের জগদীশপুরে সৈয়দ তালহা আলম এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর ও তেলিকোনা গ্রামে জমিতে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সুনামগঞ্জ-৩ আসনের সম্ভব্য সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলমের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৫ সেপ্টেম্বর বিকাল ৩টায় জগদীশপুর সোহেল মিয়ার বাড়িতে তখদ্দুছ আলীর সভাপতিত্বে ও আক্তার হোসেন এর সঞ্চালনায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৩ সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা হোসাইন আহমদ, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এরশাদ খান আল হাবিব, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহীন, কলকলিয়া ইউনিয়ন জমিয়তের সভাপতি শামছুল হক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলকলিয়া ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জাবেদ আহমদ।
পরে বিকেল ৪.৩০ ঘটিকায় তেলিকোনা গ্রামে উঠান বৈঠক হয়। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠক করেছেন সুনামগঞ্জ-৩ সংসদীয় আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সম্ভব্য সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম।
এসময় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর তৃনমুলের দুই শতাধিক নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।