হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে পদমপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র আঃ করিম জানান,একই গ্রামের আতাউরের পুত্র আহম্মদ শরিফ,আজাহারুল,আজগর আলী,সাজেদ আলী ৩টি মৌজায় ৭টি দাগে প্রায় ৮ একর জমির জাল দলিল তৈরি করে দখলের পায়তারা করছে। এথেকে রক্ষা পেতে তিনি আইন প্রয়োগকারীসংস্থা সহায়তা পেতে প্রেসক্লাবে এসেছেন।
সম্মেলনে তিনি আরো উল্লেখ্য করেন জবরদখল কারীরা যে কোন সময় তাদের মারপিট খুন জখম করে জমি দখল করবেন বলে হুমকি অব্যাহত রেখেছেন।
আজাহারুল গংদের দলিল গুলো কেন জাল বলছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দিনাজপুর জেলা রেজিস্ট্রার সাজেদুল হক রেকর্ড রুমে তল্লাশি চালিয়ে তাদের দলিলের কোন সত্যতা পাননি। তিনি আরো বলেন, বর্তমানে আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন একারনে রাণীশংকৈল সেনাবাহিনী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ ও দাখিল করেছি। জালদলিল তৈরি কারিদের বিরুদ্ধে যেন ব্যাবস্থা নেওয়া হয়।