সিলেটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মোঃ নাজমুল ইসলাম, প্রতিনিধি, আওয়াজ সিলেট
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলিবর্ষণে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে ডোনা সীমান্তের ১৩৩৯ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুর রহমান, তিনি বড় চতুল গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমান ঐদিন বিকেলে মহিষ আনতে ডোনা সীমান্তের ওই এলাকায় যান। এ সময় বিএসএফের জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর থেকে তার লাশ সীমান্তের ওই এলাকাতেই পড়ে রয়েছে।
এ বিষয়ে স্থানীয় আটগ্রাম সীমান্ত বিজিবি ফাড়ির নায়েক সুবেদার ফারুক আহমদ স্থানীয় আওয়াজ সিলেট প্রতিনিধি কে জানান কানাইঘাট থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে। পুলিশ আসার পর বিজিবি লাশ উদ্ধার করবে।