মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি::
প্রবাসী অধ্যুসিত সিলেটের বিশ্বনাথে রবিবার (৩১ আগস্ট) উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার সুবিধা বঞ্চিত পরিবারের নবজাতকদের ৫০টি পরিবারের ৫০ জন নবজাতক (শিশুকে) লাভিং পিপলের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুস সোবহান, সাইফ রিজভী ও তৌহিদ আহমদের পক্ষ থেকে নবজাতক শিশুদের ব্যবহৃত সরঞ্জাম প্রদান করা হয়েছে। দুপুর ১২টায় বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে আনুষ্ঠানিভাবে নবজাতকদের মধ্যে এই উপহার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমন।
এসময় আরোও উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য ও এনটিবি ইউরো ক্যামেরা ম্যান আফজল মিয়া, সংবাদকর্মী মোঃ জাহান মিয়া ও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ।