এ রহমান – আওয়াজ সিলেট প্রতিনিধি
ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনকে ঘিরে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা চলছে আজ। আগামী ২৫শে আগস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে হেভি ওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাজারের ব্যবসায়ী মহলে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীরা দিনরাত প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ফেঞ্চুগঞ্জ বাজারের উন্নয়ন, শৃঙ্খলা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যিনি কার্যকর ভূমিকা রাখবেন তাকেই তারা নেতৃত্বে দেখতে চান। ফলে এ নির্বাচনে ভোটারদের মধ্যে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
আগামী ২৫শে আগস্টের নির্বাচনের ফলাফলের দিকে বাজারের ব্যবসায়ী সমাজসহ সাধারণ মানুষও তাকিয়ে আছেন।