মোঃ নাজমুল ইসলাম, আওয়াজ সিলেট, প্রতিনিধি:-
সিলেটের জকিগঞ্জ উপজেলায় নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন এক যুবক।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কসকনপুর ইউনিয়নের হাতিডহর গ্রামের একটি বাড়িতে নির্মাণকাজ করছিলেন উক্ত যুবক। অন্ধকার ঘরে বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজনের সহায়তায় তাঁকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের নাম সাদিক আহমদ (২১)। তিনি ৯ নং মানিকপুর ইউনিয়নের কলাকুটা শাহজালালপুর গ্রামের মোঃ সেলিম আহমদের জ্যেষ্ঠ্য পুত্র।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় থানায় একটা অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হয়েছে।