এ রহমান – আওয়াজ সিলেট প্রতিনিধি
সাভার উপজেলার সবুজবাগ এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের ছেলে ছাত্রলীগ কর্মী আহমেদ শরীফ কেরানীগঞ্জ কারাগারে মৃত্যুবরণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ঈদুল ফিতরের আগে কোনো মামলা ছাড়াই তাকে আটক করে পুলিশ। পরে তাকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড চলাকালে শরীফ অসুস্থ হয়ে পড়লেও পরিবারের পক্ষ থেকে চিকিৎসার জন্য বহুবার আবেদন করা হয়, কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি। মুক্তির সুযোগও হয়নি তার।
অবশেষে চিকিৎসা বঞ্চিত অবস্থায় কেরানীগঞ্জ কারাগারে মৃত্যু হয় আহমেদ শরীফের। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।
শরীফের মৃত্যুর পর অনেকেই প্রশ্ন তুলেছেন— “কারাগারে যদি মানুষ মারা যায়, তবে বিচার চাইবো কার কাছে? এ মৃত্যু কি কারো বিবেককে স্পর্শ করবে না?”