মোঃ নাজমুল ইসলাম, আওয়াজ সিলেট, প্রতিনিধি
বুধবার (২০ আগস্ট) সকাল ১০.০০ ঘটিকায় রোজ ভিউ হোটেল সিলেটে, সিলেট মেট্রোপলিটন পুলিশ এর আয়োজনে ও বিকাশ লিমিটেড এর সহযোগিতায় ০১ (এক) দিন ব্যাপী মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা মহোদয়, অতিরিক্ত আইজিপি (অবঃ) জনাব মো. নাজিবুর রহমান, উপদেষ্টা, বিকাশ লিঃ।
মান্যবর পুলিশ কমিশনার বক্তব্যে বলেন, সিলেট নগরী একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। অনেক প্রবাসী বিদেশ থেকে দেশে বিকাশের মাধ্যমে টাকা পাঠান। অনেক সময় টাকা পাঠানোর মাধ্যমে প্রতারিত হয়ে আমাদের কাছে অভিযোগ করেন। বিকাশ প্রতারক চক্রকে ধরতে হলে প্রযুক্তিতে প্রতারক চক্রের চেয়ে আমাদের এগিয়ে থাকতে হবে। আমরা জনগণের সেবায় সর্বদা প্রস্তুত। প্রবাসীরা যাতে টাকা লেনদেনের ক্ষেত্রে প্রতারণার শিকার না হয়, সেজন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পুলিশ কমিশনার মহোদয় বিকাশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।তিনি বলেন, অনেক ভুক্তভোগী পুলিশের কাছে প্রতারণার বিচার চেয়ে অভিযোগ করে। সেক্ষেত্রে অপরাধী শনাক্তকরণের জন্য এ ধরনের কর্মশালা পুলিশের প্রতিটি ইউনিটে হওয়া প্রয়োজন। এতে করে যারা তদন্তের দায়িত্বে থাকবে, তারা যেন এই বিষয়ে সঠিকভাবে কাজ করতে পারে। তিনি বলেন, উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি আমাদের পুলিশ সদস্যদের জন্য ফলপ্রসূ হবে।
উল্লেখ যে, বিকাশ লিমিটেড সিলেট মেট্রোপলিটন পুলিশকে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিকাশ-এর আর্থিক অনুদান হিসেবে ২০০,০০০/-(দুই লক্ষ) টাকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ , জনাব এ কে এম মনিরুল করিম, ইভিপি এবং হেড অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিকাশ লিঃ ও বিকাশ লিঃ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ উক্ত কর্মশালায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যগণ।