২০০ টাকার শাড়িতে বাজিমাত করলেন সুনেহরা তাসনিম!
আজিমুর ওয়ারিশ – আওয়াজ সিলেট
ফ্যাশনের মাপকাঠি দাম নয়, এবারও সেই সত্যটা প্রমাণ করলেন সুনেহরা তাসনিম। মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের মেলা থেকে মাত্র ২০০ টাকায় শাড়ি কিনে গুলবাহার লুকে হাজির হয়ে যেন পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন তিনি।
এটাই সেই মেয়ে, যাকে একসময় ফুটপাত থেকে কাপড় কিনে পরার জন্য কটাক্ষ করা হতো। কয়েক মাস আগেই ৩০০ টাকার শাড়ি দিয়ে ভাইরাল হওয়ার পর এবার আবারো রেকর্ড ভাঙলেন। প্রমাণ করে দিলেন- “যেটাতে তুমি কমফোর্টেবল, সেটাই তোমার জন্য পারফেক্ট। দামি হলেই সুন্দর হয় না।”
যার ফ্যাশন সেন্স আছে, তার ২০০ টাকার শাড়িও রাজকীয় লাগে। আর যার ফ্যাশন সেন্স নেই, তার ২ লাখ টাকার পোশাকও সাধারণ মনে হয়। ফ্যাশন হলো নিজের ব্যক্তিত্বের প্রকাশ, দামি কাপড়ের নয়। আপনার যা পরতে স্বাচ্ছন্দ্য লাগে, সেটাই আপনার জন্য সেরা। আর আপনি যেভাবে সেটি ক্যারি করছেন, সেটিই আপনার আসল পরিচয়।
তবুও আশ্চর্যের বিষয়, এখনও কিছু মানুষ নারীর সাফল্যের কৃতিত্ব অন্য কারও ঘাড়ে চাপাতে ভালোবাসে। বাস্তবতা হলো, সাপোর্ট থাকতে পারে, কিন্তু প্ল্যানিং, পরিশ্রম, এক্সিকিউশন আর সৃজনশীলতা ছাড়া সাফল্য অসম্ভব। সুনেহরার প্রতিটি কনটেন্টের পেছনে আছে নিখুঁত পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং নিজের অনন্য দক্ষতা। এই জায়গায় পৌঁছানো শুধুই তার মেধা ও প্রচেষ্টার ফল।
যখন কোনো নারী নিজের চেষ্টায় এগিয়ে যায়, তার কৃতিত্ব তাকে দিন। অন্যের সাফল্য দেখে হিংসা না করে অনুপ্রাণিত হোন। যেদিন আমরা একে অপরকে আন্তরিকভাবে প্রশংসা করতে শিখব, সেদিনই ভাঙবে সেই মানসিক দেয়াল, যা নারীদের নিজেদেরই পিছিয়ে দেয়।