অগ্নিদগ্ধ রোগীদের বিশেষায়িত চিকিৎসা ও প্লাস্টিক সার্জারির জন্য পুরো এশিয়া মহাদেশের অন্যতম সেরা ও অভিজ্ঞ ডাক্তার অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
রাজনৈতিক মামলার কারণে তিনি এখন দায়িত্বচ্যুত!
দল-মত সবকিছু একপাশে সরিয়ে আপাতত উনার প্রজ্ঞা এবং অভিজ্ঞতা কি কাজে লাগানো সম্ভব?
অতীতে বহুবার প্রমাণ পাওয়া গেছে যে এধরনের পরিস্থিতিতে তিনি বাংলাদেশের মানুষের পরম নির্ভরতা ও ভরসার প্রতীক।
উত্তরার দুর্ঘটনার পর ভয়াবহ এই সময়ে ডা. সামন্ত লাল সেনকে প্রয়োজন। সাধারণ মানুষের দাবি এখন তাকে জামিনে বের করে এই পুড়ে যাওয়া মানুষের চিকিৎসা করার সুযোগ দেওয়ার
মানবতা আগে না কি শাস্তি আগে??