হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ডাঙ্গী বাজারে আজ সোমবার দুপুর ১টায় প্রকাশ্য দিবালোকে চিহ্নিত দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবলীগের কর্মী মাহাবুব আলম অরফে আলম (৪৫) গুরুত আহত হয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত মাহাবুব আলম হলেন- উপজেলার বড়বাড়ী গ্রামের রশিদুল হকের অরফে বধু মেম্বারের ছেলে।
আহত আলম জানান, আজ সোমবার দুপুর ১টায় ডাঙ্গী বাজারে বাজার করতে এলে এসময় বালিয়াডাঙ্গী উপজেলার কাশিডাঙ্গা গ্রামের আলমের ছেলে নবাব অরফে লালচন একা থাকতে দেখতে পেয়ে ধারালো রামদা দিয়ে মাথার স্বজরে আঘাত করলে বাম হাত দিয়ে প্রতিহত করে মাথা সরিয়ে নিলে এতে হাত গুরুতর কাটা যখম হয়। পরে এলোপাথারীভাবে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে পালিয়ে যায়। পরে এলাকার লোকজনের সহযোগিতায় আমাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে এসে চিকিৎসা করান। কোন কারণ ছাড়াই নবাব অরফে লালচন আমাকে ধারালো অস্ত্র দিয়ে অঘাত করেছে।
সংবাদ পেয়ে বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই সাইদুল ইসলাম হাসপাতালে ছুটে গিয়ে আহত আলমের নিকট জবানবন্দি গ্রহণ শেষে ঘটনাস্থল ডাঙ্গী বাজারে পরিদর্শন করেন।
এবিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি শওকত আলী সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রায়োজনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।