1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জাতীয় পরিচয়পত্র হারানো বিজ্ঞপ্তি: জাপানের রাজপরিবারে সংকট: প্রাপ্তবয়স্ক হলেন রাজপুত্র হিসাহিতো, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা শেরপুর আজাদ বখত স্কুল এন্ড কলেজের ১৯৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে জগন্নাথপুরে বিক্ষোভ। বেনাপোল বন্দরে ভারতীয় একটি ট্রাক থেকে ইয়ার পিস্তল গুলি সহ ২জন আটক। কিংবদন্তি অভিনেতা সালমান শাহ এর মৃত্যুবার্ষিকী আজ আওয়াজ সিলেট জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিলেটে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার ঠাকুরগাঁও ওসি-এসআইয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ।

গণপিটুনির আঘাতে মোটরসাইকেল চোর চক্রের প্রধান রাজ্জাক মারা গেছেন

উৎসবের আলো
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

ঠাকুরগায়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টুঃ-
আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান হিসেবে পরিচিত কুখ্যাত চোর আব্দুর রাজ্জাক মারা গেছেন। শুক্রবার ভোর ৫টা ৩৮ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গণমাধ্যমকর্মী নাজমুল হোসেন।
এর আগে, গত মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের মাস্টার মোড় এলাকায় মোটরসাইকেল চুরির সময় জনতার হাতে ধরা পড়েন রাজ্জাক। তখন বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্জাক উত্তরবঙ্গের কুখ্যাত মোটরসাইকেল চোর চক্রের হোতা ছিলেন। তিনি নিজে চুরির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি কয়েকজন সহযোগীকে নিয়োগ দিয়ে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করতেন। পরে মোটরসাইকেল মালিকদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা আদায় করে গাড়ি ফিরিয়ে দিতেন। এভাবে দীর্ঘদিন ধরে নানা কৌশলে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিলেন তিনি।
নির্ভরযোগ্য সূত্র জানায়, রাজ্জাকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় শতাধিক মামলা রয়েছে। তিনি একাধিকবার জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন এবং পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, রাজ্জাক ঠাকুরগাঁওয়ের পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার বাসিন্দা। এক সময় তিনি রাণীশংকৈল পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছিলেন। তবে তিনি চোর চক্রের হোতা হিসেবে পরিচিতি পান এবং চুরির কাজ বন্ধ করতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব