ঠাকুরগায়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টুঃ-
আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান হিসেবে পরিচিত কুখ্যাত চোর আব্দুর রাজ্জাক মারা গেছেন। শুক্রবার ভোর ৫টা ৩৮ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গণমাধ্যমকর্মী নাজমুল হোসেন।
এর আগে, গত মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের মাস্টার মোড় এলাকায় মোটরসাইকেল চুরির সময় জনতার হাতে ধরা পড়েন রাজ্জাক। তখন বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্জাক উত্তরবঙ্গের কুখ্যাত মোটরসাইকেল চোর চক্রের হোতা ছিলেন। তিনি নিজে চুরির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি কয়েকজন সহযোগীকে নিয়োগ দিয়ে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করতেন। পরে মোটরসাইকেল মালিকদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা আদায় করে গাড়ি ফিরিয়ে দিতেন। এভাবে দীর্ঘদিন ধরে নানা কৌশলে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিলেন তিনি।
নির্ভরযোগ্য সূত্র জানায়, রাজ্জাকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় শতাধিক মামলা রয়েছে। তিনি একাধিকবার জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন এবং পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, রাজ্জাক ঠাকুরগাঁওয়ের পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার বাসিন্দা। এক সময় তিনি রাণীশংকৈল পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছিলেন। তবে তিনি চোর চক্রের হোতা হিসেবে পরিচিতি পান এবং চুরির কাজ বন্ধ করতে পারেননি।