1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ে ভারতীয় বিএসএফের হাতে ৪জন বাংলাদেশি নাগরিক আটক। ঠাকুরগাঁওয়ে একজনের কদমগাছে আত্মহত্যা। ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামীলীগের এমপি ফের কারাগারে প্রেরণ শার্শার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক। হরিপুরে লক্ষাধিক মানুষের ভূমি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট এক মাদ্রাসা শিক্ষকে মৃত্যু। শার্শা সিমান্তে ১টি দেশী পিস্তল ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ভিন্ন আয়োজনে ১মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ক্যান্সার আক্রান্ত অসহায় রোগীর পাশে ইউএনও তাইফুর রহমান কারিগরি শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি ও শিক্ষার গুনগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে শিশু ও যুব বাল্য বিবাহকে না বলুন, শিশুর সুরক্ষা নিশ্চিত করুন”আলোচনা সভা অনুষ্ঠিত।

উৎসবের আলো
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার শিশু ও যুব ফোরামের সামাজিক কর্মকাণ্ডের সফলতার গল্প নিয়ে এক অনুপ্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। “বাল্য বিবাহকে না বলুন, শিশুর সুরক্ষা নিশ্চিত করুন”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সহযোগিতা করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এপি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা। তিনি তাঁর বক্তব্যে শিশু ও যুবদের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, “তোমরা এ জেলাকে কোন অবস্থানে দেখতে চাও, তোমাদের স্বপ্ন কী—এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করাই উন্নয়নের প্রথম ধাপ। আজকের আলোচনায় যে সমস্ত সমস্যা ও সম্ভাবনার কথা উঠে এসেছে, তা আমাদের চিন্তার খোরাক দেবে। জেলা প্রশাসন সবসময় শিশু-যুবদের ইতিবাচক উদ্যোগে পাশে থাকবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের চাইল্ড প্রটেকশন অফিসার ম্যানুয়েল বৈদ্য, শিশু ফোরামের সভাপতি রত্না আক্তার, রহিমানপুর ইউনিয়ন শিশু ফোরামের সভাপতি বর্ণা দাস, সদস্য সাদিয়া আক্তার ও হিমেল সরকার। বক্তারা শিশুদের অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা সচেতনতা ও সমাজের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের কর্মকাণ্ডের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে ফোরামের সদস্যরা তাদের সফল সামাজিক উদ্যোগের গল্প উপস্থাপন করেন এবং ভিডিও চিত্রের মাধ্যমে মাঠপর্যায়ে তাদের কার্যক্রম প্রদর্শন করেন। এতে উঠে আসে বিভিন্ন সামাজিক সমস্যা যেমন—বাল্য বিবাহ, শিশুশ্রম, মাদকাসক্তি ও নারী নির্যাতন মোকাবেলায় তাদের ভূমিকা ও সম্ভাবনাময় ভবিষ্যৎ পরিকল্পনা।

আলোচনায় অংশগ্রহণকারী অতিথিরা শিশু ও যুবদের ভবিষ্যৎ নেতৃত্বের গুণাবলি গড়ে তোলার জন্য দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন এবং তাদের সক্রিয় সামাজিক অংশগ্রহণে উৎসাহ প্রদান করেন। উপস্থিত ছিলেন সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও সমাজসেবকরা।

আলোচনা সভাটি শিশু ও যুবদের মাঝে সচেতনতা, নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধিতে একটি অনুকরণীয় উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব