আবুল হাসনাত শিহাবঃ
ইখওয়ানুল মুসলিমিন সম্পর্কে আল্লামা আবুল হাসান আলী নদভী রহ. এর একটি পর্যবেক্ষণ ছিল এরকম-
“দাওয়াত বিমুখতা এবং প্রস্তুতির পূর্বে রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হওয়াটাই ইসলামী আন্দোলনের ব্যর্থতার প্রধান কারণ। তারা নির্বাচনমুখী গণতান্ত্রিক রাজনীতি চর্চাকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার বাহন মনে করে বিপ্লবের মহান লক্ষ্য থেকে ছিটকে পড়েছে। এবং গতানুগতিক রাজনীতির গর্ভে নিজেদের বিলীন করে ফেলেছে।
রাজনৈতিক কার্যক্রমকে অব্যাহত রাখার তাগাদা থেকেই প্রচলিত রাজনীতি ও সামাজিক কাঠামোর সাথে অনেকটা আপোষের পথ বেছে নিতে হয়েছে তাদেরকে। ফলে ইক্বামতে দ্বীনের লক্ষ্যে নবী সা: যে পদ্ধতি রেখে গেছেন তা সমকালীন রাজনৈতিক অনুশীলনে হারিয়ে যাচ্ছে।”
কাতিবঃ
হাঃমাওঃ ফেরদৌস রুম্মান
কেন্দ্রীয়ঃ সাধারণ সম্পাদক ছাত্র জমিয়ত বাংলাদেশ