1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জাতীয় পরিচয়পত্র হারানো বিজ্ঞপ্তি: জাপানের রাজপরিবারে সংকট: প্রাপ্তবয়স্ক হলেন রাজপুত্র হিসাহিতো, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা শেরপুর আজাদ বখত স্কুল এন্ড কলেজের ১৯৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে জগন্নাথপুরে বিক্ষোভ। বেনাপোল বন্দরে ভারতীয় একটি ট্রাক থেকে ইয়ার পিস্তল গুলি সহ ২জন আটক। কিংবদন্তি অভিনেতা সালমান শাহ এর মৃত্যুবার্ষিকী আজ আওয়াজ সিলেট জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিলেটে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার ঠাকুরগাঁও ওসি-এসআইয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ।

বিতর্ক, আলোচনা-সমালোচনা সঙ্গী করেই চলচ্চিত্রে নুসরাতের একযুগ

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

বিতর্ক যেন ছায়াসঙ্গী টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের। কখনো তার সম্পর্ক নিয়ে আবার কখনো বা তার চেহারা নিয়ে আবার কখনো কখনো পোশাক নিয়ে প্রায়ই বির্তক আর ট্রোলের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। এই জন্যই অনেকে বলে থাকেন, নুসরাত আর বিতর্ক যেন সমর্থক শব্দ।

নুসরাত শুধু টালিউডের অভিনেত্রী নন। তার রয়েছে আরও পরিচয়। তিনি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের লোকসভার সংসদ সদস্য। যদিও রাজনৈতিক দায়িত্বের চেয়ে অভিনেত্রীর ভূমিকাতেই তাকে বেশি দেখা যায়। তবে নানা বিতর্কে জড়িয়ে তার ক্যারিয়ার যতটা দূরে যাওয়ার কথা ছিল, ততটা যায়নি। যদিও অভিনয় জীবনের এক যুগ পেরিয়েছেন এই অভিনেত্রী।

আজ ৮ জানুয়ারি এই নুসরাতের জন্মদিন। ১৯৯০ সালের ৮ জানুয়ারি কলকাতায় জন্ম নুসরাতের। ২০১০ সালে ‘ফেয়ার ওয়ান মিস কলকাতা’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন।

এরপর ২০১১ সালে রাজ চক্রবর্তীর ‘শত্রু’ সিনেমা দিয়ে অভিনয়ে পা রাখেন। জিতের বিপরীতে পর্দায় তার উপস্থিতি প্রশংসিত হয়। এরপর ‘খোকা ৪২০’, ‘খিলাড়ি, ‘জামাই ৪২০’, ‘লাভ এক্সপ্রেস’, ‘আমি যে তোমার’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক সিনেমার অন্যতম অভিনেত্রী হয়ে ওঠেন নুসরাত।

‘বয়স কম হলে দীপিকাই আমার চতুর্থ স্ত্রী হত’

বাণিজ্যিক সিনেমা ছাড়া ‘হর হর ব্যোমকেশ’, ‘জুলফিকার’, ‘ডিকশনারি’ ইত্যাদি ভিন্নধারার সিনেমাতেও অভিনয় করেন। তবে যখন বাণিজ্যিক সিনেমা ও ভিন্নধারার সিনেমার অন্যতম অভিনেত্রী মনে করা হচ্ছিল নুসরাত জাহানকে, তখনই তার ক্যারিয়ারে ছন্দপতন।

২০১৯ সালে রাজনীতিতে যোগ দেন নুসরাত। সে বছরের ১২ মার্চ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন এই অভিনেত্রী। ওই বছরই লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীর বিপক্ষে জয়ী হন নুসরাত।

ব্যতিক্রমী সম্পর্কের কারণে বারবার বিতর্কে জড়িয়েছেন নুসরাত জাহান। ২০১২ সালে নুসরাতের প্রেমিক কাদের খানের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। নুসরাত তখন জানিয়েছিলেন, ওই ঘটনার পাঁচ মাস আগেই তাদের সম্পর্ক চুকেবুকে গেছে।

২০১৯ সালের ১৯ জুন তুরস্কে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত। তবে কিছুদিন যেতে না যেতেই তাদের সংসারে ভাঙনের গুঞ্জন শোনা যায়। পরে নুসরাত নিজে জানান, তার ও নিখিলের বিয়ে বৈধ ছিল না, ছিল লিভইন রিলেশনশিপ। পরে কলকাতা হাইকোর্টও তাদের বিয়ে অবৈধ ঘোষণা করেন।

আগামী ৫ বছরে স্বামী সন্তান বাড়ি চান অভিনেত্রী

নিখিলের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেমের কথা শোনা যায়, কিন্তু কেউই তাদের প্রেমের কথা স্বীকার করেননি।

২০২১ সালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন নুসরাত। সন্তানের জন্মসনদে বাবার নামের জায়গায় যশের নাম দেখা যায়। তখনই তাদের সম্পর্কের ব্যাপারটি প্রকাশ্যে আসে।

ব্যক্তিজীবন ছাড়া রাজনীতিতেও বিতর্কে জড়িয়েছেন নুসরাত। গত বছরই ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলায় তার নাম জড়ায়। অভিনেত্রী বরাবরই এ দুর্নীতির সঙ্গে তার ঘনিষ্ঠতা অস্বীকার করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব