1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজশাহীতে গ্রেফতার ৩৪ জন আলু বিক্রি করে হিমাগারের ভাড়াই উঠছে না কৃষকের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খালে বেনাপোল স্হল বন্দরে ভারত থেকে মিথ্যা ঘোষণায় আমদানি করা একটি মাছের চালান আটক। গোদাগাড়ীতে মিথ্যা সংবাদ প্রচার করে অর্থ আদায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করল জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয় পীরগঞ্জে বিয়ে বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে সন্দেহজনক তৎপরতা, জনতার হাতে দুই যুবক আটক চট্টগ্রাম-সিলেটকে নিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন আংশিক নিয়ন্ত্রণে সিলেটের তিন জেলায় বক্তব্য রাখবেন তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন আংশিক নিয়ন্ত্রণে

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বিদ্যুৎ কেন্দ্রের মূল উৎপাদন ইউনিট বা বয়লার অংশে কোনো ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত আছে।

জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথমে ফায়ার সার্ভিসের মহেশখালী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পার্শ্ববর্তী উপজেলা থেকেও অতিরিক্ত ইউনিট পাঠানো হয়।

মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনের মূল কেন্দ্র নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি। আগুনের কিছু অংশ বারবার পুনরায় জ্বলে ওঠায় ফায়ার সার্ভিসকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হচ্ছে।

রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, আগুন অনেকাংশে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে এসেছে এবং এতে বিদ্যুৎ কেন্দ্রের মূল স্থাপনায় কোনো ক্ষতি হয়নি। তিনি আরও বলেন, আগুনের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

রাত ১টার দিকে মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন কাদের জানান, চারটি ইউনিট একযোগে কাজ করলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। তিনি বলেন, এক প্রান্তে আগুন নেভানো হলে অন্য প্রান্তে তা আবার জ্বলে উঠছে।

ভোর ৫টার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সালাহ উদ্দিন কাদের এবং চকরিয়া ফায়ার সার্ভিসের ইনস্পেক্টর দিদারুল হক জানান, আগুনের মূল তীব্রতা কমে এলেও এখনো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে ডাম্পিং কার্যক্রম চলছে এবং তা শেষ হলে নির্বাপণের চূড়ান্ত ধাপে যাওয়া হবে। ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তারা জানান, অভিযান সম্পূর্ণভাবে শেষ করতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে আরও সময় লাগবে।

বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, স্ক্র্যাপ ইয়ার্ডটি বিদ্যুৎ কেন্দ্রের সীমানা প্রাচীরের ভেতরে অবস্থিত এবং এটি পুকুর সদৃশ একটি কাঠামোর মধ্যে গড়ে তোলা হয়েছে। এখানে বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন অব্যবহৃত যন্ত্রাংশ ও সামগ্রী সংরক্ষণ করা হতো। স্ক্র্যাপ ইয়ার্ডটি মূল বিদ্যুৎ উৎপাদন বয়লার এলাকা থেকে তুলনামূলকভাবে নিরাপদ দূরত্বে অবস্থিত হওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব