1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজশাহীতে গ্রেফতার ৩৪ জন আলু বিক্রি করে হিমাগারের ভাড়াই উঠছে না কৃষকের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খালে বেনাপোল স্হল বন্দরে ভারত থেকে মিথ্যা ঘোষণায় আমদানি করা একটি মাছের চালান আটক। গোদাগাড়ীতে মিথ্যা সংবাদ প্রচার করে অর্থ আদায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করল জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয় পীরগঞ্জে বিয়ে বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে সন্দেহজনক তৎপরতা, জনতার হাতে দুই যুবক আটক চট্টগ্রাম-সিলেটকে নিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন আংশিক নিয়ন্ত্রণে সিলেটের তিন জেলায় বক্তব্য রাখবেন তারেক রহমান

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত মূল্য আদায়, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টুঃ-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে। ভোক্তা অধিকার রক্ষা এবং বাজারে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার বন্দর বাজার ও বন্দর কলেজ সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে আজমল ট্রেডার্স নামের একটি গ্যাস ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি সাধারণ গ্রাহকদের কাছে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল বলে অভিযোগ প্রমাণিত হয়।

একই অভিযানের অংশ হিসেবে বন্দর কলেজ এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী সাইদুর রহমানকেও অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের সময় তার কাছ থেকেও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির তথ্য পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাণীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান। তিনি জানান, সরকারের নির্ধারিত মূল্য উপেক্ষা করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার কোনো সুযোগ নেই। ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, “গ্যাস একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য। এ পণ্যে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে কেউ এ ধরনের অনিয়মে জড়িত হলে আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”

স্থানীয় ভোক্তারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত বাজার তদারকি থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং সাধারণ মানুষ হয়রানির শিকার হবে না।

উল্লেখ্য, রাণীশংকৈল উপজেলায় সম্প্রতি নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয় বলে প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব