1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহীতে গ্রেফতার ৩৪ জন আলু বিক্রি করে হিমাগারের ভাড়াই উঠছে না কৃষকের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খালে বেনাপোল স্হল বন্দরে ভারত থেকে মিথ্যা ঘোষণায় আমদানি করা একটি মাছের চালান আটক। গোদাগাড়ীতে মিথ্যা সংবাদ প্রচার করে অর্থ আদায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করল জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয় পীরগঞ্জে বিয়ে বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে সন্দেহজনক তৎপরতা, জনতার হাতে দুই যুবক আটক চট্টগ্রাম-সিলেটকে নিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন আংশিক নিয়ন্ত্রণে সিলেটের তিন জেলায় বক্তব্য রাখবেন তারেক রহমান

সিলেট-২ আসনে ১০ দলীয় জোটের একমাত্র প্রার্থী আমি: মুনতাছির আলী

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

*মুক্ত গণমাধ্যম ও সাংবাদিক নিরাপত্তার আহ্বান মুনতাছির আলীর

ওসমানীনগর প্রতিনিধি ::

সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে ১০ দলীয় জোটের একমাত্র প্রার্থী হিসেবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। তিনি বলেছেন, এ আসনে প্রার্থীতা নিয়ে কোনো সমঝোতা বা আলোচনার সুযোগ নেই।

বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, কৌশলগত কারণে দু’জন মনোনয়নপত্র দাখিল করা হলেও জোটের সিদ্ধান্ত অনুযায়ী একজনই প্রার্থী থাকবেন। “এতে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এবার জোটভুক্ত কোনো দলই নির্বাচনে অংশ নিতে পারবে না—বিশেষ করে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিস,”—দৃঢ়ভাবে উল্লেখ করেন তিনি।

মুনতাসির আলী আরও বলেন, “আমরা দুটি আলাদা দল, দুটি মনোনয়ন দিতে পারি—এটাই স্বাভাবিক। যেমন এক পরিবারে স্বামী-স্ত্রী দুজন মনোনয়ন দিতে পারেন। কিন্তু শেষ সিদ্ধান্ত জোটের, আর সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব।”

উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে বিশ্বনাথ ও ওসমানীনগরের উন্নয়নে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে সড়ক সংস্কারে। অনেক এলাকায় ইউনিয়নের সঙ্গে সংযোগ সড়ক পর্যন্ত নেই। এরপর গুরুত্ব পাবে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও শিক্ষা খাত। তিনি বলেন, “ডিজিটাল যুগে শিক্ষার্থীরা মোবাইল আসক্ত হয়ে পড়ছে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে।”

রাজনৈতিক সংস্কৃতি প্রসঙ্গে তিনি বলেন, হিংসা-বিদ্বেষ, দখলদারিত্ব ও চাঁদাবাজির রাজনীতি পরিহার করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে প্রতিহিংসা কখনোই গ্রহণযোগ্য নয়।

সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকের জীবন ঝরে পড়া কল্পনাতীত। জুলাই–আগস্টে সিলেটের তরুণ সাংবাদিক এটিএম আনু তুরাবের শহিদ হওয়া অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। তিনি মুক্ত গণমাধ্যম ও বাকস্বাধীনতার গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার বুলিং ও এআই ব্যবহার করে চরিত্রহননের মতো অপতৎপরতা রোধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

নির্বাচন প্রসঙ্গে মুনতাছির আলী বলেন, ‘হ্যাঁ ভোট’কে বিজয়ী করে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে ১০ দলীয় জোট। জনগণের ভোটে নির্বাচিত হলে শাসক নয়, একজন সেবক হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও অঙ্গীকার করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা এএফএম শুয়াইব, ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা শুয়াইব আহমেদ, সহ-সভাপতি আজমল হুসাইন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার সেক্রেটারি গোলাম কিবরিয়া এবং উপজেলা নির্বাহী সদস্য সালেহ আহমদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব