
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জগন্নাথপুর শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সুনামগঞ্জ ৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ২ টার পর থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ বরকত উল্লাহর নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার শতাধিক নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়।
মনোনয়ন পত্র দাখিল শেষে সাংবাদিকদের জমায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান বলেন, আমরা বিশ্বাস করি অন্তর্বতীকালীন সরকার নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত রাখতে বদ্ধ পরিকর। জনগণের ভোটে নির্বাচিত হলে ইনসাফ ও কল্যানের জন্য জামায়াতে ইসলামীসহ ১০ দল কাজ করবে। শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বেকার সমস্যা সমাধান করবো, মাদকমুক্ত করবো, শিক্ষা বান্ধব এলাকা গড়ে তুলবো।