1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজশাহীতে গ্রেফতার ৩৪ জন আলু বিক্রি করে হিমাগারের ভাড়াই উঠছে না কৃষকের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খালে বেনাপোল স্হল বন্দরে ভারত থেকে মিথ্যা ঘোষণায় আমদানি করা একটি মাছের চালান আটক। গোদাগাড়ীতে মিথ্যা সংবাদ প্রচার করে অর্থ আদায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করল জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয় পীরগঞ্জে বিয়ে বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে সন্দেহজনক তৎপরতা, জনতার হাতে দুই যুবক আটক চট্টগ্রাম-সিলেটকে নিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন আংশিক নিয়ন্ত্রণে সিলেটের তিন জেলায় বক্তব্য রাখবেন তারেক রহমান

২৯তম টি-টুয়েন্টি ক্রিকেট লীগের ট্রফি উন্মোচন।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

মোঃজাহান মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:-
সিলেটের বিশ্বনাথে বর্ণিল আয়োজনের ২৯তম টি-টুয়েন্টি ক্রিকেট লীগের ট্রফি উন্মোচন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)রাত ১০টায় বিশ্বনাথ পৌর শহরের প্রবাসী চত্ত্বরে এ ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা ক্রিকেট এসোসিয়েশন। টূর্ণামেন্টের স্পন্সর বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে। সার্বিক সহযোগিতায় ছিল স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সহ সভাপতি রাজু মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া। বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আমির হামজা রুকেল’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য নিউহ্যাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না।

ট্রফি উন্মোচন অনুষ্টানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সাব্বির আহমদ।

অনুষ্টানে আরোও বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি শামীম উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি জহিরুল ইসলাম মামুন, রুকন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান ইমন, পৌর ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি পারভেজ আহমদ, সাধারণ সম্পাদক ইব্রাহীম মিয়া প্রমুখ।

এসময় এসোসিয়েশনের দায়িত্বশীলদের মাঝে জার্সি উপহার দেন স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সহ সভাপতি রাজু মিয়া।

উল্লেখ্য, আগামী ১লা জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর এলাকার জানাইয়া শাহী ঈদগাহ সংলগ্ন মাঠে উপজেলার ১২ টিম নিয়ে পর্দা উঠবে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন টি-টুয়েন্টি ক্রিকেট লীগের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব