
অভিজিৎ হাজং প্রতিনিধি আওয়াজ সিলেট :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীর যৌথ টিম।
রোববার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও সেনাবাহিনীর একটি যৌথ দল বিশ্বম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান পরিচালনা করে। অভিযানে ২ হাজার ৫০০ কেজি ভারতীয় অবৈধ জিরা ও ৯ হাজার ৫০০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দকৃত পণ্য সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে অবস্থিত বিজিবির হেডকোয়ার্টারে নিয়ে আসা হয়। বিজিবি সূত্র জানায়, জব্দকৃত এসব পণ্যের বর্তমান বাজারমূল্য আনুমানিক ৪০ লাখ টাকা।
যৌথ অভিযানে সেনাবাহিনীর একজন অফিসারসহ ১৫ জন সদস্য এবং বিজিবির জেসিও-১০০১২ নায়েক সুবেদার কাজী মোঃ কামালের নেতৃত্বে ১৪ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন। মোট ২৮ জন যৌথ বাহিনীর সদস্য এই অভিযানে যুক্ত ছিলেন।
এ বিষয়ে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি), সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান, বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশের ফলে সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হয়। এ ক্ষতি রোধে সুনামগঞ্জের ১৯টি বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অতন্দ্র প্রহরীর ন্যায় দায়িত্ব পালন করে যাচ্ছে।
জব্দকৃত ভারতীয় অবৈধ জিরা ও ফুসকা প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।