1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান বেনাপোলের লাইট পোস্টের খাম্বায় ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত। সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ৩৯ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায় জোটের মনোনয়ন নিয়ে ধোঁয়াশা: ইয়াসিনের গ্রহণযোগ্যতা নাকি পাশার বিতর্ক—কাকে বেছে নেবে আট দলীয় জোট? রাত ব্যাপী জিকির, দোয়া ও ভক্তিমুলক গানের মধ্য দিয়ে বাৎসরিক ওরস মোবারক সম্পন্ন। মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, একদফা দাবিতে উত্তাল নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল সেই আলাউদ্দিনের সুনামগঞ্জে তিন লাখ টাকার ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ বেনাপোল স্হল বন্দরে নিরাপত্তা জোরদার ও সার্বিক কার্যক্রম তদারকির লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন।

২০ বছরের সার ব্যবসা টিকাতে রাণীশংকৈলে চেয়ারম্যান বকুলের স্বেচ্ছায় পদত্যাগ

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৬নং কাশিপুর ইউনিয়নে এক চমকপ্রদ ঘটনা ঘটেছে। নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান বকুল নিজের জনপ্রতিনিধির পদ ছেড়ে দিয়েছেন শুধুমাত্র দীর্ঘদিনের সার ব্যবসা ধরে রাখতে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই শুক্রবার (৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতিজা বেগমের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ইউএনও বিষয়টি নিশ্চিত করে জানান, আবেদনটি জেলা প্রশাসনের ডিডিএলজি কার্যালয়ে পাঠানো হয়েছে।

মুঠোফোনে কথা হলে আতিকুর রহমান বকুল জানান, ২৫ নভেম্বর ২০২৫-এ সরকারের জারি করা নতুন প্রজ্ঞাপনের কারণে তিনি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হন। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়—বিএডিসি ও বিসিআইসির রাসায়নিক সার ডিলাররা কোনো জনপ্রতিনিধির পদে থাকলে ডিলারশিপ বাতিল করে দেওয়া হবে। নতুন নিয়ম কার্যকর হচ্ছে ৭ ডিসেম্বর থেকে।

তিনি বলেন, “দুই দশক ধরে সার ব্যবসার সঙ্গে জড়িত। এই ব্যবসা আমার পরিবারের মূল আয়ের উৎস। নিয়ম অনুযায়ী ডিলারশিপ রাখতে চাইলে চেয়ারম্যানের পদ ছাড়াই ছিল একমাত্র পথ। তাই নিজেই সরে দাঁড়িয়েছি। আমার মেয়াদ শেষ হতে বাকি ছিল আরও এক বছর।”

ইউএনও খাতিজা বেগম জানান, চেয়ারম্যান যেহেতু স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, তাই ইউনিয়নের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, এজন্য প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, আতিকুর রহমান বকুল ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ৯ হাজার ৩০০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা হামিদুর রহমান পান ৭ হাজার ২০০ ভোট। ২০২২ সালের ১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব