
মোঃ মুকিম উদ্দিন আওয়াজ সিলেট প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে তারুণ্যের উৎসব ২০২৫ এর উপলক্ষে র্যালী পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালী শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, বরকত উল্লাহ। এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মহসীন উদ্দীন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুন হাওলাদার সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা তরুণ প্রজন্মকে আরও সৃজনশীল, দেশপ্রেমিক ও মানবিক হতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ শেষে পরিবেশিত হয় নৃত্য, সংগীত ও আবৃত্তিসহ নানা আয়োজনে সমৃদ্ধ এক সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপভোগ করতে ভিড় করেন স্থানীয় দর্শনার্থীরা। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।