
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের রাকিব আলী মেকানিক বার্ধ্যক্ষ জনিত কারনে ইন্তেকাল করায় শোক প্রকাশ করেছেন এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। শনিবার এক যৌথ বিবৃতিতে সাংবাদিক মোঃ মুকিম উদ্দিন, মেকানিক রফিক মিয়া, সুজন মিয়াসহ অনেকেই গভীর শোক ।
প্রকাশ করে বলেন, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের রাকিব আলী মেকানিক এর মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। রাকিব আলী মেকানিক একজন সহজ সরল মানুষ ছিলেন। আল্লাহপাক রাকিব আলী মেকানিককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমিন।