মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে শ্রীধরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় শাহ বাবুল মিয়ার সভাপতিত্বে ও সালাতুর রহমানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিয়ম অনুযায়ী সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের নিয়োগ দেয়ার কোনো বিধান না থাকলেও শিক্ষক সংকট দেখিয়ে প্যারা শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় চরমভাবে পাঠদান ব্যাহত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা শিক্ষার মানোন্নয়নে শ্রীধরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই জন অতিরিক্ত প্যারা শিক্ষক নিয়োগ দেন। সরকারি শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত একজন প্যারা শিক্ষকের মাসিক বেতন প্রদান করেন অভিভাবক সদস্যরা অপর একজনের মাসিক বেতন প্রদান করছেন শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ মহি উদ্দিন সবুজ, যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ, শাহ হুমায়ুন তালুকদার, মুজাক্কির খান, সোহাগ আলম।আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুর রহমান উজ্জ্বল, জুনেদ আহমদ কোরেশী, সালাউদ্দিন কাদের প্রমুখ। এসময় শিক্ষকসহ বিদ্যালয়ের শতাধিক ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুর রহমান উজ্জ্বল, শিক্ষানুরাগী জুনেদ আহমদ কোরেশী ও সালাউদ্দিন কাদের বলেন,