নর্থ- সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপুর্ব পাল কতৃক কোরআন অবমাননার প্রতিবাদে বিশ্বনাথে
বিক্ষোভ মিছিল।
মোঃ জাহান মিয়া, আওয়াজ সিলেট বিশ্বনাথ প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথে ‘নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে। মঙ্গলবার (৭ই অক্টোবর) বাদ যোহর বিশ্বনাথ পৌর শহরে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কতৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাওহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ দারুল উলুম জামিয়া মাদানিয়া মাদ্রাসর প্রধান ফটকের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বাসিয়া ব্রীজের উপর অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিশ্বনাথ আলোকিত সুর ফোরামের সভাপতি কাওসার আহমদ,জামেয়া মোহাম্মদিয়া শিক্ষক মাওলানা আব্দুল মতিন ও ছাত্রজনতা। বাসিয়া সেতুর উপর এসে সভা – সমাবেশের সমাপ্তি হয়।
বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বিশ্বনাথের আহবায়ক মাওলানা কামরুল ইসলাম(মিরেরচরি)।