সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিশ্বনাথে ৩ সাংবাদিক সংগঠনের রবিবার মানববন্ধন।
মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি ::
সিলেটের বিশ্বনাথের তিন সাংবাদিক সংগঠনের যৌথ উদ্দ্যেগে আগামী রবিবার (৫শে সেপ্টেম্বর) সকাল ১১:০০ ঘটিকারসময় বিশ্বনাথ পৌর শহরে বাসিয়া ব্রীজের উপর এক মানববন্ধনের ডাক দিয়েছে ৩ সংগঠন। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বহুল প্রচারিত জাতীয় পত্রিকা দৈনিক ইনকিলাব এর সম্পাদক এম এম বাহাউদ্দিন ও বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালামের উপর বিশ্বনাথের জনৈক শামীম আহমদ কর্তৃক সিলেটের
আদালতে ষড়যন্ত্রমুলকভাবে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে বিশ্বনাথের সাংবাদিক সংগঠন যথাক্রমে বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন। এই মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
গতকাল শুক্রবার (৩ অক্টোবর) রাতে বিশ্বনাথের একটি কনফারেন্স হলে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও
বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরানের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, সাবেক সহসভাপতি এমআর টুনু তালুকদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেল, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, তৌফিকুর রহমান হাবিব, আব্দুল্লাহ, বিশ্বনাথ ও মডেল প্রেসক্লাবের শিক্ষানবিস সদস্য আফজাল মিয়া প্রমুখ।