ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খোকন কারাগারে : সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে গুলশান থানায় করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
তোফায়েলের ভাতিজা স্বপন কারাগারে : রাজধানীর পল্টন থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ও দক্ষিণ দীঘলদী ইউনিয়ন চেয়ারম্যান ইফতারুল হাসান ওরফে স্বপনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক মো. হাবিবুর রহমান। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার রাতে শাহজাহানপুর থানার গুলবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।