মোঃ নাজমুল ইসলাম, প্রতিনিধি আওয়াজ সিলেট
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ট্রাকভর্তি ভারতীয় প্লাস্টিক পাইপসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এয়ারপোর্ট থানার এসআই (নিরস্ত্র) অর্জুন চৌধুরীর নেতৃত্বে কাকুয়ারপাড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় একটি ট্রাক তল্লাশি করে ২৪৯১টি প্লাস্টিক পাইপসহ এস্টল এলবু, সলভেন্ট সিমেন্ট ও পাইপ জয়েন্ট এলবু নাট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ১০ লাখ ৫৭ হাজার ৮৪০ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন—শহিদুল (৩২) ও রফিকুল ইসলাম (৩০) গাজীপুরের জয়দেবপুরের বাসিন্দা এবং নূরুল হক (১৮) সিলেটের গোয়াইনঘাটের বাসিন্দা।
ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।