1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কাভার্ডভ্যান–মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আরেকজন গুরুতর আহত ফেঞ্চুগঞ্জে চার ইটভাটা বন্ধ: থমকে গেছে নির্মাণকাজ, হাজার শ্রমিকের জীবনে সংকট বিশ্বনাথে নিয়ামতিয়া এইড এন্ড ইন্টারন্যাশনাল ইউকে’র উদ্যোগে জগন্নাথপুরে কৃষি জমির উপরভাগ থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ চালককে জেল জরিমানা পীরগঞ্জে মিনি বাস–মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র আহত জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক মহান আল্লাহর শানে কটুক্তির প্রতিবাদে বাউল শিল্পী আবুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করে, বিজয়ের মাধ্যমেই প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান – হুমায়ুন কবির জগন্নাথপু‌রে কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে কারাদন্ড

জামায়াতে ইসলামির মূল লক্ষ্য ক্ষমতা নয়, দেশের মানুষের কল্যাণ করা : অধ্যাপক আব্দুল হান্নান

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

ওসমানীনগর প্রতিনিধি::
জামায়াতের কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, জামায়াতে ইসলামি যদি ক্ষমতায় যায় তাহলে দেশের মঙ্গল হবে, সবার কল্যাণ নিশ্চিত হবে। জামায়াতে ইসলামির মূল লক্ষ্য ক্ষমতা নয়, বরং ক্ষমতায় এলে দেশের মানুষের কল্যাণ হবে। আমরা সবার জন্য কাজ করতে চাই, নিজের জন্য নয় বরং অন্যের জন্য করব। আখিরাতের যাত্রায় আমাদের মূল বিষয় এটিই। এমপি হওয়া বা নির্বাচন হওয়া না হওয়া এগুলো আলাদা বিষয়। কিন্তু এ কারণে আমরা বসে থাকব না। আমরা কাজ করব।

গতকাল শনিবার সিলেটের ওসমানীনগরে সনাতনী ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় ও প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওসমানীনগর-বিশ^নাথের মানুষের উদ্দেশ্যে তিনি আরও বলেন,আমি চেষ্টা করব সবসময় আপনাদের পাশে থাকতে।এই দুই উপজেলার মানুষ যেকোনো অসুবিধায় পড়লে আমার নজরে আনবেন। আমাদের সংগঠন তো আছেই, তবে আমি সবাইকে বলে রেখেছি জনগণের কল্যাণের যেখানেই সুযোগ থাকে, সেটা আপনারা করবেন। দুই উপজেলার প্রশাসনকেও বলে দিয়েছি, এখানে যদি বিএনপি এসে ভালো কিছু করতে চায়, বুঝবেন আমি তাদের সঙ্গে আছি। জনগণের স্বার্থে আমি সবার পিছনে আছি। এই দুই অঞ্চলে বাজে কিছু হওয়ার সম্ভাবনা নেই।

উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির রেজয়ানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী সৈয়দ ইসলাম শাহজাহানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,সিলেট মহানগর জামায়তের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী,বিশ^নাথ উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী,ওসমানীনগর ইসকন পরিষদের পরিচালক শ্রীমান সখা মধুমঙ্গল দাস ভম্ম্যচারী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সত্যেন্দ্র কুমার দেব,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অশোক দেব,উপজেলা পূজা উদযপিন পরিষদের সভাপতি চয়ন পাল,ওসমানীনগর ইসলামি একাডেমীর প্রিন্সিপাল সাদিক সিকান্দার,কেন্দ্রীয় শিক্ষক সমিতির সদস্য মনোজ দাস পুরকায়স্থ,গোয়ালবাজার বনিক সমিতির সাধারণ নেপুর গুণ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব