এ রহমান – ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধি ১৮ আগস্ট
সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ ঘিরে চলছে ব্যাপক আলোচনার ঝড়। আসন্ন নির্বাচনে হরিণ মার্কা প্রতীকে লড়ছেন তরুণ প্রার্থী মোঃ বদরুজ্জামান তানভীর এবং ঘোড়া মার্কা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ জুয়েল। বাজারজুড়ে এখন তাদের পোস্টার, লিফলেট আর সরাসরি প্রচারণা নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
তরুণ প্রার্থী মোঃ বদরুজ্জামান তানভীর ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন উন্নয়ন, স্বচ্ছতা এবং ঐক্যের। তাঁর ভাষায়—
“ফেঞ্চুগঞ্জ বাজারকে আধুনিক ও সুন্দরভাবে সাজানো, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং স্বচ্ছ নেতৃত্ব প্রদানই আমার মূল লক্ষ্য।”
তানভীরের সমর্থকরা বিশ্বাস করেন, নতুন প্রজন্মের নেতৃত্ব বাজারে পরিবর্তনের হাওয়া বইয়ে আনবে। তাঁদের আশা, তরুণ নেতৃত্ব ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করে বাজারকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করে তুলবে।
অন্যদিকে ঘোড়া মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিজ্ঞ উবায়দুল্লাহ মাহমুদ জুয়েল। তিনি সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সামনে তুলে ধরে ভোটারদের সমর্থন চাইছেন।
জুয়েল বলেন, “অতীতে আমি যেভাবে ব্যবসায়ীদের পাশে থেকেছি, আগামী দিনগুলোতেও সেই ধারাবাহিকতা বজায় রাখব। বাজারের উন্নয়ন, শৃঙ্খলা ও ব্যবসায়ীদের সেবা নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।”
তাঁর সমর্থকরা বলছেন, দীর্ঘ অভিজ্ঞতা ও সুদক্ষ নেতৃত্বই সমিতিকে স্থিতিশীল রাখতে পারবে।
বর্তমানে দুই প্রার্থীর প্রচারণায় জমে উঠেছে ফেঞ্চুগঞ্জ বাজার। ব্যবসায়ীরা প্রতিদিন তাঁদের নেতাদের সাথে মতবিনিময় করছেন। সমর্থকরা লিফলেট বিতরণ, পোস্টার টানানো এবং সরাসরি দোরে দোরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এতে বাজার এলাকায় একধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ব্যবসায়ীরা বলছেন, তারা এমন একজন সাধারণ সম্পাদক চান যিনি বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের কল্যাণ এবং স্বচ্ছ নেতৃত্ব নিশ্চিত করবেন।
ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনকে ঘিরে শুধু প্রার্থীরা নন, সাধারণ ব্যবসায়ীরাও সমান উৎসাহ-উদ্দীপনার মধ্যে রয়েছেন। ভোটাররা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও, সবাই আশা করছেন নির্বাচিত সাধারণ সম্পাদক বাজারকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
যে-ই জিতুন না কেন, ব্যবসায়ী সমাজ চায় তিনি যেন প্রতিশ্রুতির বাইরে গিয়ে বাস্তবায়নের মাধ্যমে ফেঞ্চুগঞ্জ বাজারকে একটি উন্নত ও আধুনিক বাজারে রূপান্তর করেন।