1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির শপথ গ্রহণ ও আলোচনা সভা সম্পন্ন মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীতে সংবাদ সম্মেলন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান ও দায়িত্ব হস্তান্তর মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর খুনিদের গ্রেফতারের দাবীতে মহাসড়ক অবরোধ এসএমপি ডিবির অভিযানে শিবগঞ্জে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত দুইজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে আবারও মাটি খুঁড়লে মিলছে সোনা, উৎসুক জনতার ভিড়। পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জাতীয় পরিচয়পত্র হারানো বিজ্ঞপ্তি: জাপানের রাজপরিবারে সংকট: প্রাপ্তবয়স্ক হলেন রাজপুত্র হিসাহিতো, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা শেরপুর আজাদ বখত স্কুল এন্ড কলেজের ১৯৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

ওসমানীনগরে “এসো আলোর পথে” যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

 

ওসমানীনগর প্রতিনিধি:;
সিলেটের ওসমানীনগরে স্থানীয় সাহিত্যপ্রেমীদের উদ্যোগে ‘এসো আলোর পথে’ যৌথ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগার মিলনায়তনে এ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
এসময় তিনি বলেন, সাহিত্য একটি জাতির মনন গঠনে মুখ্য ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের সাহিত্য উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। এসো আলোর পথে’ গ্রন্থে একাধিক কবির লেখা স্থান পেয়েছে, যেখানে প্রেম, মানবতা, সামাজিক সচেতনতা ও মুক্তচিন্তার আহ্বান তুলে ধরা হয়েছে।
গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের সাধারণ সম্পাদক আব্দুর মুকিতের সভাপতিত্বে ও গ্রন্থটির সম্পাদক মোহাম্মদ আরজু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোয়ালাবাজার সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ,মোল্লাপাড়া হাজি আব্দু মিয়া কলেজের অধ্যক্ষ মাহমুদ মিয়া,হযরত শাহজালাল (রহ.) ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেন,শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী,বালাগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মো. ছুরাব আলী,সেইভদ্যা হিউম্যানের চেয়ারম্যান কামরুজ্জামান,নির্বাহী পরিচালক ফারুক আহমদ শিমুল,লেখক ও গবেষক আব্দুল হাই মোশাহিদ, কবি শিকদার মো. কিবরিয়া, কবি কণ্ঠের মুখ্য নির্বাহী পরিচালক বাবুল আহমদ, গোয়ালাবাজার গণপাঠাগারের সাবেক সভাপতি রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ।
এসময় উপস্থিত ছিলন,বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ, গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের সদস্য মোঃ শেপুল আহমদ, লাইব্রেরিয়ান মোছাঃ সালমা বেগম,সঙ্গীত শিল্পী ও গীতিকার ডি কে জয়ন্ত, গোয়ালা বাজার আদর্শ গণপাঠাগারের কোষাধ্যক্ষ মোঃ বশির মিয়া,শিক্ষিক মনুজ দাস,গোয়ালাবাজার ইউনিয়নের কাজী আব্দুল মোমিনসহ অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওসমানীনগর ভোগ্যপণ্য পরিবেশক সমিতির সহ-সভাপতি মঈন উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব