1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মালয়েশিয়ায় মৃত্যুর সাত দিন পর প্রবাসী সুজিদ বিশ্বাসের লাশ তার নিজ গ্রামে পৌঁছেছে ঝিকরগাছায় অর্ধ-শতাধিক পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ। ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবাড়ি আটক। সিলেট জেলা ও মহানগর ছাত্র জমিয়তের পরিচিতি ও মতবিনিময় সভা সম্পন্ন। উৎসাহ মুখী পরিবেশে বাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন। ঠাকুরগাঁওয়ে যুবদলে বিক্ষোভ মিছিলে দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার । দোয়ারাবাজারে জাহাঙ্গীর গাঁও গ্রামের রাস্তা পাকাকরণের দাবি শার্শার বাগআঁচড়ায় শ্রমিক ইউঃয়ের উদ্যোগে ৩১জন মটর শ্রমিকের পরিবারকে মরণোত্তর ভাতা প্রদান। সেনাবাহিনীর ট‍্যাংকে করে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ

অপহরণের পর বিক্রির পরিকল্পনা হয়েছিল

উৎসবের আলো
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

সকাল সাড়ে ৭টায় মিরপুর কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন মাহিরা বিনতে মারুফ। কুড়িলের বসুন্ধরা গেট এলাকা থেকে একটি ভাড়ায় চালিত বাইক নিয়ে রওনা হন। বাইক নিয়ে মিরপুর দশ নম্বর গোল চত্বরের কাছাকাছি পৌঁছলে প্রচণ্ড জ্যামে পড়েন। জ্যাম না ছাড়ায় বাইক থেকে নেমে কিছু রাস্তা হেঁটে গিয়ে গোল চত্বর থেকে ভিক্টর প্লাস নামে একটি বাসে ওঠেন। বাসের জানালাসংলগ্ন সিটে বসার কিছুক্ষণ পরে এক মাঝবয়সী নারী এসে পাশের সিটে বসেন। একপর্যায়ে ওই নারীকে বাসের বাইরে থেকে কেউ একজন কিছু একটা দেওয়ার জন্য জানালা খোলেন এবং ওই নারী সেটা হাত বাড়িয়ে নেন। যে বস্তুটি এই দুজনের মধ্যে আদান-প্রদান হয়, সেটা ধরা হয় মাহিরার নাকের সামনে। এর পরে ধীরে ধীরে চেতনা হারাতে থাকেন মাহিরা। যখন জ্ঞান ফেরে, তখন নিজেকে আবিষ্কার করেন টিনে ঘেরা নির্মাণাধীন ভবনের একটি কক্ষে। মাহিরা এমনটাই জানিয়েছেন কালবেলাকে।

গত রোববার মাহিরা নামে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর রাজধানী থেকে নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। অপহরণকারীদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে আসার ঘটনা বর্ণনা করেছেন মাহিরা। তিনি বলেন, ‘আমার যখন জ্ঞান ফেরে, তখন নিজেকে টিনে ঘেরা একটি নির্মাণাধীন ভবনের রুমে মাদুরের ওপর দেখতে পাই। আমার আশপাশে একজন নারী ও চার থেকে পাঁচজন পুরুষ মানুষ ছিল। তারা নিজেদের মধ্যে সাংকেতিক ভাষায় আলাপ করছিলেন। এদের মধ্যে এক নারীকে আমি চিনতে পেরেছি, যিনি বাসে আমার পাশের সিটে বসেছিলেন। আর একজন পুরুষকে চিনেছি, যাকে ওই বাসেই আমার সিটের সামনের দিকে দেখেছিলাম। বাকি যে পুরুষ মানুষগুলো ছিল, তাদের দেখতে বিদেশি মনে হয়েছিল। এক পর্যায়ে, ওখানে যারা ছিল আমি তাদের বলি—আমি এখানে কেন? আমার বাবার সঙ্গে ফোনে কথা বলিয়ে দেন। তখন বিদেশিমতো দেখতে একজন বলেন, নো ওয়ে!’ অপহরণকারীরা মাঝে মাঝে বাংলাতেও কথা বলছিল উল্লেখ করে মাহিরা বলেন, ‘তারা যেসব কথাবার্তা বলছিল, সেগুলো এমন ছিল যে, আমাকে কীভাবে এখান (আটকে রাখার স্থান) থেকে বের করবে। এজন্য কে কত টাকা পাবে।

এ ছাড়া আমার ছবিসহ নিউজ হয়েছিল। এজন্য তারা উদ্বিগ্ন ছিল। আমাকে কলেজ ড্রেসসহ এখান থেকে বের করলে সবাই চিনে যাবে। তাই আমার পোশাক পরিবর্তন করতে হবে এবং আমার চুলগুলো কাটতে হবে। যেন কেউ না চেনে। এজন্য তারা আমাকে একটা ট্রাউজার ও টিশার্ট দেয় চেঞ্জ করার জন্য। যেহেতু একজন নারী বাদে ওখানে সবাই পুরুষ মানুষ ছিল। তাই চেঞ্জ করার জন্য আমাকে একটু স্পেস দেওয়া হয়। সেই সময় পাশের কক্ষে সবাই কী একটা বিষয় নিয়ে যেন বাকবিতণ্ডায় জড়ায়। তখন ওখানে সবাই চলে যায় আমাকে একা রেখে। এই সুযোগে আমি নিচে নেমে আসি এবং পালাতে পারি।’

মাহিরাকে যেখানে রাখা হয়েছিল সেটি আনুমানিক সাত-আটতলা নির্মাণাধীন ভবন। এই ভবনের আশপাশে আরও দু-তিনটি একই রকম ভবন আছে। সেগুলোর পাশে বালু, ইট, সিমেন্টের মতো নির্মাণসামগ্রী দেখেছিলেন মাহিরা। আটকে রাখার স্থান থেকে বেরিয়ে আনুমানিক ৪০ থেকে ৫০ মিনিট হেঁটে ও দৌড়ে তিনি ঢাকা-মানিকগঞ্জ মহাসড়কে কাছে পৌঁছান। এর পর একজন বাইকারের সহায়তা নিয়ে আসেন সাভার নিউমার্কেট সিটি কমপ্লেক্সের কাছাকাছি। এমন বর্ণনা দিয়ে মাহিরা বলেন‌, ‘পথে আমি অনেক রিকশাচালক ও বাইকারের কাছে হেল্প চাই; কিন্তু কেউ আমার পোশাক ও খালি পা দেখে হেল্প করেনি। একজন বাইকারের সাহায্যে আমি এক জায়গায় এসে নামি।

তিনি আমাকে বলেন, ‘এটা নিউমার্কেট।’ আমি ভেবেছিলাম ঢাকা নিউমার্কেট। এরপর পাশের একটি টং দোকানে গিয়ে একজন লোকের কাছে অনুরোধ করি, তার ফোন থেকে আমার বাবাকে একটি কল করার জন্য। আমার বাবাকে কল করার পরে তারা লোকাল থানার পুলিশ, সাভারের এসপি ও র‍্যাবের কাছে বিষয়টি জানান। এরপর পুলিশ ও র‍্যাব আসে আমার নিরাপত্তার জন্য।’ এরপরে সবকিছুই তো সবার জানা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব