আবুল হাসনাত শিহাব
অদ্য ২৭ জুন শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘সিলেট জেলা-মহানগর জমিয়তের কাউন্সিল কে সামনে রেখেে, জেলা ও নগরীর কাউন্সিল বাস্তবায়ন কমিটি’-র বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট মহানগর জমিয়তের আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজ মাওলানা খলিলুর রহমান।
মহানগর জমিয়তের সদস্যসচিব মাওলানা আবু বকর সিদ্দিক সরকারের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক বিশ্বনাথী, যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুল করিম হক্কানী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফেরদৌস রুম্মান, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মাওলানা মকবুল হোসাইন জৈন্তাপুরী, সিলেট জেলা ছাত্র জমিয়তের আহবায়ক আশিকুর রহমান ও কেন্দ্রীয় সদস্য আবুল হাসনাত শিহাব প্রমুখ।