হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁওয়ের প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁও পীরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করে ছাত্রদল নেতাকর্মীরা জানান, এ রকম মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গরমে সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই তাদের এই ছোট্ট প্রচেষ্টা।
পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল
সভাপতি রাকিবুল ইসলাম রকি এবং পীরগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিউর রহমান হাসু-এর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
এই সময় আরও উপস্থিত ছিলেন:শাহিনুর রহমান সিফাত – সহ-সাংগঠনিক সম্পাদক, সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ নিলয় হাসান – যুগ্ম আহ্বায়ক, পীরগঞ্জ পৌর ছাত্রদল রিয়াদ হোসেন – সদস্য, পীরগঞ্জ পৌর ছাত্রদল শাখাওয়াত হোসেন সাব্বির – সদস্য, পীরগঞ্জ পৌর ছাত্রদল তারেক রহমান – সাবেক সাংগঠনিক সম্পাদক, পীরগঞ্জ উপজেলা ছাত্রদল এছাড়াও শরবত বিতরণ কার্যক্রমে আরও অংশ নেন:ইমন, নয়ন, শুভ, সদিদ, সৌদি, মোসাদ্দেক প্রমুখ।ছাত্রদল নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করে।