ঠাকুরগাঁওয়ে প্রতিনিধিঃ হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৮ মে) সকালে জেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল।
বিজিবি জানায়, আটক হওয়া ব্যক্তিরা জীবিকার সন্ধানে কিছুদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে তারা দিনমজুর ও শ্রমিকের কাজ করতেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বুধবার রাতে তাদের ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে পুশব্যাক করে।
আটক ব্যক্তিরা হলেন: সমেজ (২২), পীরগঞ্জ, ঠাকুরগাঁও, মো. জসীম উদ্দীন (২৫), সেতাবগঞ্জ, দিনাজপুর, মো. সোহেল (২৯), বিরল, দিনাজপুর, মো. মুসলিম আলী (২৫), বোচাগঞ্জ, দিনাজপুর, স্বপন চন্দ্র মোরকার (২০), বোচাগঞ্জ, দিনাজপুর, আফজাল হোসেন, সদর, দিনাজপুর, নয়ন চন্দ্রময় (২৪), বোচাগঞ্জ, দিনাজপুর, পরিবেশ চন্দ্র (২০), বোচাগঞ্জ, দিনাজপুর, মো. তমিজ উদ্দিন (৫০), সদর, দিনাজপুর, সালমান (৫০), বিরল, দিনাজপুর।
বিষয়টি নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, ‘আটক ১০ জনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।’