1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুরে ভ্রাম্যমান আদলতের জব্দকৃত নৌকা চেয়ারম্যানের জিম্মা থেকে উদাও রাজশাহীতে ইসপাহানি ডিপো অফিসে চুরি ওসমানীনগরে খালেদা জিয়ার সুস্থতা ও এম ইলিয়াস আলীর সন্ধানে দোয়া মাহফিল রিক্সা শ্রমিকদেরকে সিলেট-২ আসনের এমপি পদপ্রার্থী মুফতি ক্বাসিমীর উপহার বিতরণ। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কাভার্ডভ্যান–মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আরেকজন গুরুতর আহত ফেঞ্চুগঞ্জে চার ইটভাটা বন্ধ: থমকে গেছে নির্মাণকাজ, হাজার শ্রমিকের জীবনে সংকট বিশ্বনাথে নিয়ামতিয়া এইড এন্ড ইন্টারন্যাশনাল ইউকে’র উদ্যোগে জগন্নাথপুরে কৃষি জমির উপরভাগ থেকে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ চালককে জেল জরিমানা পীরগঞ্জে মিনি বাস–মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র আহত জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল

‘চাচা, হেনা কোথায়’ ‘হেনার তো বিয়ে হয়ে গেছে’ কাহিনীর অবসান হলো

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

‘চাচা, হেনা কোথায়’, চাচার উত্তর, ‘হেনার তো বিয়ে হয়ে গেছে’- বর্তমানে সামাজিক যোগাযোগামাধ্যমের ভাইরাল সংলাপ এটি।  এটি মূলত বাপ্পারাজ ও শাবনাজ অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার একটি দৃশ্য।

দীর্ঘ ২৯ বছর পর সিনেমাটি যে এখনো দর্শকরা মনে রেখেছেন, তার জন্য আগেই কৃতজ্ঞতা জানিয়েছিলেন বাপ্পারাজ ও পর্দার হেনার বাস্তব জীবনের স্বামী অভিনেতা নাঈম। বিষয়টি তিনি ও তার পরিবার দারুণভাবে উপভোগ করছেন বলেও এক পোস্টে জানিয়েছিলেন।

এবার সেই ভাইরাল দৃশ্য নিয়ে মজা নিতে ছাড়লেন না নায়ক বাপ্পারাজ, শাবনাজ ও নাঈম। তারা দৃশ্যটির রিক্রিয়েট করেছেন। আর নাঈম নিজেই তার ফেসবুকে এটি পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা যায়, ভারাক্রান্ত মনে গাড়ি চালিয়ে এলেন বাপ্পারাজ। ছুটে গিয়ে তিনি নাঈমের কাছে জানতে চান, নাঈম ভাই হেনা কোথায়? উত্তরে নাঈম বলেন, বাপ্পা, তুমি অনেক দেরি করে ফেলেছো। হেনার তো অনেক আগে আমার সঙ্গে বিয়ে হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই ‘না…’ বলে চিৎকার করে বাপ্পারাজ জড়িয়ে ধরেন নাঈমকে।

এ সময় পাশে ছিলেন কণ্ঠশিল্পী কোণাল, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ও সংগীত পরিচালক ইমন সাহা। আর এই দৃশ্যের পর বেজে ওঠে ‘প্রেমের সমাধি’ সিনেমার গান। সঙ্গে তারাও খালি গলায় গানটি গাইতে শুরু করেন। আর তাদের পাশ থেকেই সামনে আসেন অঙ্গভঙ্গিরত অভিনেত্রী শাবনাজ।

বুধবার দুপুরে এই রিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার সঙ্গে সঙ্গে লুফে নেয় নেটিজেনরা। মুহূর্তেই ভাইরাল হয় এটি।

এই রিল নিয়ে বেশ মজা করছেন নেটিজেনরাও। কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, অসাধারণ অভিনয় করলেন নায়ক বাপ্পারাজ ভাই ও নাঈম ভাই, তার ওপর শাবনাজ আপা— আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

আরেক নেটিজেন লিখেছেন, অবশেষে হেনার কাহিনীর সমাপ্ত ঘটল। শুভকামনা রইল নায়ক নাঈম আর নায়িকা শাবনাজ এবং বাপ্পারাজসহ অন্যান্য শিল্পীকে। আগের দিনগুলো খুবই ভালো ছিল। ভালো থাকবেন সবসময় দোয়া রাখবেন।

সিনেমাটিতে হেনা চরিত্রে অভিনয় করেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ, যিনি ১৯৯১ সালে ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। তার আসল নাম সাবরীনা তানিয়া।  তিনি ১৯৯৬ সালে ‘নির্মম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর স্বীকৃতি পান।

অন্যদিকে অভিনেতা বাপ্পারাজ ঢাকাই সিনেমার নায়করাজ রাজ্জাকের ছেলে। আশি ও নব্বইয়ের দশকে বাপ্পারাজ উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। তবে জনপ্রিয় এ অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্র্যাজিডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন। যে কারণে দর্শক মহলে ‘ট্র্যাজেডি নায়ক’ ও ‘ব্যর্থ নায়ক’ হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব