1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জাতীয় পরিচয়পত্র হারানো বিজ্ঞপ্তি: জাপানের রাজপরিবারে সংকট: প্রাপ্তবয়স্ক হলেন রাজপুত্র হিসাহিতো, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা শেরপুর আজাদ বখত স্কুল এন্ড কলেজের ১৯৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে জগন্নাথপুরে বিক্ষোভ। বেনাপোল বন্দরে ভারতীয় একটি ট্রাক থেকে ইয়ার পিস্তল গুলি সহ ২জন আটক। কিংবদন্তি অভিনেতা সালমান শাহ এর মৃত্যুবার্ষিকী আজ আওয়াজ সিলেট জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিলেটে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার ঠাকুরগাঁও ওসি-এসআইয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ

উৎসবের আলো
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

শীর্ষ মুরব্বিদের বয়ান, মুসল্লিদের নফল ইবাদত-বন্দেগি, তসবিহ-তাহলিল, জিকির-আসগারের মধ্যদিয়ে শনিবার বিশ্ব ইজতেমার শেষ ধাপের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। আজ দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম।

গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে শনিবার বাদ ফজর নিজামুদ্দিন মারকাযের মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভীর বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিন শুরু হয়। তার বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা ওসামা ইসলাম। বহুল কাক্সিক্ষত আখেরি মোনাজাত মাওলানা সাদ আহমদ কান্ধলভীর ছেলে নিজামুদ্দিন মারকাযের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভীর পরিচালনা করার কথা রয়েছে।

আরও যারা বয়ান করলেন : বাদ জোহর বয়ান করেন দিল্লির মাওলানা রিয়াসত, বাদ আসর আরবি ভাষায় বয়ান করেন মাওলানা ওমর তানজানিয়া, বাদ মাগরিব বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী, তার বয়ান বাংলায় ভাষান্তর করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ। বাদ ফজর মাওলানা ইলিয়াস ইমান, আমল, জাহান্নাম, জান্নাত ও দাওয়াতে মেহনতের ওপর গুরুত্বপূর্ণ বয়ান রাখেন।

তিনি বলেন, আমাদের দুনিয়ার সম্পদের পেছনে না ঘুরে আমলের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। বেশি বেশি করে আমল করতে হবে। নবি করিম (সা.)-এর জামানায় সাহাবায়ে আজমাঈন দূর-দূরান্তে ব্যবসার জন্য যেতেন। তারা তখন ব্যবসার চেয়ে আমলের দিকে বেশি নিয়োজিত থাকতেন।

জঙ্গি হামলা’র গুজব রটনাকারী আটকÑজিএমপি কমিশনার : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান শনিবার সকালে সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইজতেমা ময়দানে ‘জঙ্গি হামলা’ হতে পারে এমন একটি গুজব রটানো হয়েছে। ওই রটনাকারীকে আটক করা হয়েছে। তাকে এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আজ আখেরি মোনাজাতের আগে মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হলেও এবার যানবাহন চলাচল সচল থাকবে।

আরও দুই মুসল্লির মৃত্যু : ইজতেমার শেষ পর্বে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেনÑশরীয়তপুর জেলার নড়িয়া থানার মৃত-মোহাম্মদ এলেম শেখের ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। রাত ১০টা ৫ মিনিটে বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পণ্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫) শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে বৃহস্পতিবার দিদার তরফদার (৫৫) নামে অপর এক মুসল্লির মৃত্যু হয়েছিল।

যৌতুকবিহীন ৯ জোড়া বিয়ে : শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের ১নং বিল্ডিংয়ের সামনে মাশোয়ারার কামরায় ৯ জোড়া যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।

বিদেশি মুসল্লিদের অংশগ্রহণ : শনিবার বিকাল পর্যন্ত বিশ্বের ৪৯ দেশের ১ হাজার ৪৪৯ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানের বিভিন্ন তাঁবুতে অবস্থান নেন। বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যম সমন্বয়কারী মোহাম্মদ আবু সায়েম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব