1. info@www.awazsylhet.com : - :
শনিবার, ১০ মে ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
হরিপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় ১০ জন আটক। “আনার আহমেদ: বরমচালের ফুটবলের অমর কিংবদন্তি, যিনি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা” রৌমারীতে ভয়ংকর মামলাবাজ প্রভাষক আবুল হাশেমের আতঙ্কে এলাকবাসী ঠাকুরগাঁওয়ে ভারতীয় বিএসএফের হাতে ৪জন বাংলাদেশি নাগরিক আটক। ঠাকুরগাঁওয়ে একজনের কদমগাছে আত্মহত্যা। ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামীলীগের এমপি ফের কারাগারে প্রেরণ শার্শার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক। হরিপুরে লক্ষাধিক মানুষের ভূমি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট এক মাদ্রাসা শিক্ষকে মৃত্যু। শার্শা সিমান্তে ১টি দেশী পিস্তল ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

২২ বছর আগের নোবেল-মৌ হয়ে আসবেন নিরব-পায়েল

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

প্রায় ২২ বছর আগে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন নন্দিত জুটি নোবেল-মৌ। ‘ঢেকে রাখো চাঁদ মুখ রূপসী, চুরি হয়ে যাবে রূপ তা জানো কি/ রূপ যদি চুরি হয় ভয় কি, রঙে রঙে হয়েছি আমি রূপসী’- এমন মিষ্টি কথায় একটি মেহেদীর বিজ্ঞাপনে ঠোঁট মিলিয়েছিলেন আদিল হোসেন নোবেল ও সাদিয়া ইসলাম মৌ।

টিভিসিটি সেসময়ে তুমুল জনপ্রিয় হয়েছিল। পথে ঘাটে বাজতো জিঙ্গেলটি। সেই জনপ্রিয়তার রেশ নিয়ে নতুন করে ফিরে আসছে বিজ্ঞাপনটি। সেই আগের আদলেই বেশ বড় আয়োজনে হচ্ছে রিমেক। বিজ্ঞাপন সংস্থা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের অধীনে নতুন এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন নাট্য নির্মাতা প্রবীর রায় চৌধুরী।

আর বিজ্ঞাপনটিতে নতুন করে জুটি হয়েছেন চিত্রনায়ক নিরব এবং অভিনেত্রী কেয়া পায়েল। বিষয়টি নিশ্চিত করেছেন নিরব।

তিনি জানান, গতকাল শুক্রবার দিনব্যাপী এফডিসিতে চলেছে এর শুটিং। শেষ হয়েছে আজ ভোর বেলায়। নতুন এই বিজ্ঞাপনটিতে পুরনো সেই গানটিও থাকছে। নতুন করে গানটির রি-অ্যারেঞ্জমেন্ট করেছেন জাহিদ নীরব।

নিরব বলেন, ‘নাইন্টিজ কিডসরা সহজেই রিকল করতে পারবেন বিজ্ঞাপনটি। সেখানে নোবেল ভাই ও মৌ আপু ছিলেন। সেই কাজটি নতুন করে আবার রিমেক হচ্ছে। আয়োজনও বেশ ভালো। এ কারণে আমার কাছে মনে হলো ভালো এই কাজটির সঙ্গে থাকা যায়।’

‘অমিতাভ ভাই (অমিতাভ রেজা)-এর পরিচালনায় নোবেল ভাইয়ের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম বহু বছর আগে। এবার নোবেল ভাইয়েরই করা একটি কাজের রিমেকে অভিনয় করছি। দারুণ অভিজ্ঞতা বলতেই হবে। নোবেল ভাই এবং মৌ আপু দুজন কালজয়ী জুটি। আমাদের সবার পছন্দের। আশা করছি তাদের জনপ্রিয় কাজটিকে আমি ও কেয়া পায়েল নতুন আঙ্গিকে তুলে ধরে প্রশংসা পাবো’- যোগ করেন নিরব।

জানা গেছে, ঈদুল ফিতরের আগে অর্থাৎ রমজানে বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

প্রসঙ্গত, ২০০৩ সালে নোবেল ও মৌয়ের সেই মেহেদীর বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন আহমেদ ইউসুফ সাবের। বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর ও অনিমা ডি কস্টা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব