মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
আজকের স্বার্থমগ্ন পৃথিবীতে মাওলানা শায়খ ফয়েজ আহমদ একটি অনুপ্রেরণার নাম। তিনি কেবল একজন প্রাজ্ঞ আলেমই নন বরং আর্তমানবতার অকৃত্রিম বন্ধু। সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে তিনি নিজের জীবন উৎসর্গ করে যাচ্ছেন।
শুধুর বৃটেন থেকে এসে পৌর শহরের নলজুর নদীর উপর নির্মানাধীন আর্চ সেতুটি তিন দফায় সময় বাড়িয়েও নির্মান কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছে উপজেলাবাসী। নলজুর নদী পারাপারের জন্য নলজুর নদীর উপর বিকল্প স্টীলের পাটাতনের তৈরি সেতুর এপ্রোচে মাটি না থাকায় যোগাযোগে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলাবাসী। মানুষের কষ্ট লাগবে বিকল্প সেতুর এপ্রোচে শায়খ মাওলানা ফয়েজ আহমদ নিজেই লেগে যান সংস্কার কাজে।
এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি দীর্ঘ ৩ দশক থেকে মানবতার কাজে নিজেকে আত্মনিয়োগ করে কাজ করে যাচ্ছি,মানবিক কাজ জন প্রতিনিধি না হয়েও করা সম্ভব যদি স্বদ ইচ্ছে থাকে।
জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান সুনামগঞ্জ ষোলঘর দারুল ফালাহ আইডিয়াল মাদ্রাসার অধ্যাপক সাইফুর রহমান সাজাওয়ার বলেন, সমাজ সেবার পাশাপাশি দ্বীনি শিক্ষা,নৈতিক ও মানবিক শিক্ষার প্রসারে শায়খ মাওলানা ফয়েজ আহমদ এর অবদান অবিস্মরণীয়।
যার হৃদয় অন্যের দুঃখে কেঁদে ওঠে। আল্লাহ তাআলা এই মহান কর্মবীর এবং আমাদের তাঁর আদর্শে অনুপ্রাণিত হওয়ার তৌফিক দিন।