
ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেট জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেছেন, অনুমোদনের জটিলতার কারণে কিছু স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শিগগিরই হাসপাতালটির সরকারি অনুমোদন পাওয়া যাবে। অনুমোদন মিললেই পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা সম্ভব হবে।
গতকাল বৃহস্পতিবার সকালে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ষাটোর্ধ্ব জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সিভিল সার্জন আরও বলেন, সাময়িকভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা চালুর সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করা হবে। অস্থায়ীভাবে কীভাবে সেবা কার্যক্রম চালু করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, ১০০ বছর বয়সী মানুষ সংখ্যায় কম হলেও তাঁদের সেবা পাওয়ার অধিকার সবসময় রয়েছে। প্রবীণরা যেন হাসপাতালে না এসে বাড়িতেই স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে লক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি উপজেলায় প্রবীণদের তালিকা প্রস্তুত করে তাঁদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। প্রবীণরা আমাদের শ্রদ্ধার পাত্র, তাঁদের স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঈনুল আহসান, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মো জয় দত্ত, গাইনি কনসালটেন্ট মনিকা বিশ্বাস, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক জিতু আহমদ, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল ও আব্দুল মতিন, মেডিকেল অফিসার ডা. মো. শাহিনুল ইসলাম, ডা. গালমান, ডা. তাসলিমাসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
উদ্বোধন শেষে সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি স্বাস্থ্যসেবার মান, রোগী ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পেশাগত দায়িত্ববোধ ও জনবান্ধব সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে উপজেলা স্বাস্থ্যকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত শীতকালীন পিঠা উৎসবও পরিদর্শন করেন তিনি।